Wedding Expenses: অহেতুক বেশি খাবার রাখবেন না মেনুতে, তবেই বাঁচবে খরচা

এক কথায় আয় ও ব্যয়ের পরিকল্পনাই হল বাজেট। আর বিয়ের খরচ যেহেতু আসে রোজগার এবং জমানো টাকা থেকে, তাই তারও পরিকল্পনা করা জরুরি। প্রথমেই বিভিন্ন সূত্র থেকে আয় ধরে তহবিলের একটা হিসেব ছকে ফেলুন। তা হলে হাতে মোট কত টাকা আছে, গোড়াতেই তার একটা আন্দাজ পাবেন।

| Edited By: | Updated on: Dec 07, 2021 | 10:43 PM
আজকাল জিনিস পত্রের দাম যে ভাবে বেড়েছে তাতেই বেড়েছে খাবার খরচা। বাঙালি যে কোনও বিয়েবাড়িতেই খাবারের খরচা কিন্তু অনেকটা বেশি।

আজকাল জিনিস পত্রের দাম যে ভাবে বেড়েছে তাতেই বেড়েছে খাবার খরচা। বাঙালি যে কোনও বিয়েবাড়িতেই খাবারের খরচা কিন্তু অনেকটা বেশি।

1 / 4
কারণ বাঙালি বিয়েবাড়িতে অনেক অনেক রকম মেনু থাকে। ফিশফ্রাই থেকে শুরু করে পাতুরি, চিংড়ি, বিরিয়ানি সবই থাকে মেনুতে।

কারণ বাঙালি বিয়েবাড়িতে অনেক অনেক রকম মেনু থাকে। ফিশফ্রাই থেকে শুরু করে পাতুরি, চিংড়ি, বিরিয়ানি সবই থাকে মেনুতে।

2 / 4
স্টার্টারে কখনও বেশি কিছু রাখবেন না। এতে খরচ অনেক বেশি হয়। সেই সঙ্গে স্টার্টারে বেশি কিছু খেলে পরে খাওয়া যায় না।

স্টার্টারে কখনও বেশি কিছু রাখবেন না। এতে খরচ অনেক বেশি হয়। সেই সঙ্গে স্টার্টারে বেশি কিছু খেলে পরে খাওয়া যায় না।

3 / 4
একসঙ্গে ভেটকি, চিংড়ি, মাটন, ইলিশ সব কিছু রাখবেন না। কারণ এত খাবার কেউই খেতে পারেন না।

একসঙ্গে ভেটকি, চিংড়ি, মাটন, ইলিশ সব কিছু রাখবেন না। কারণ এত খাবার কেউই খেতে পারেন না।

4 / 4
Follow Us: