পেশায় দাঁতের ডাক্তার, থাকেন দিল্লিতে। নাম ঐশ্বর্যা। হঠাৎ করেই তিনি ভাইরাল। কারণ, একটাই। তিনি দেখতে যেন হুবহু কিয়ারা আডবাণী। এমনটাই মনে করছেন নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি ট্রেন্ডিং। তাঁকে নিয়ে প্রকাশ পাচ্ছে একগুচ্ছ খবর। উচ্ছ্বসিত তিনিও...
শেয়ার করেছেন সেই সব স্ক্রিনশট। একইসঙ্গে শেরশাহ-তে কিয়ারার লুকে সেজে ছবিও আপলোড করছেন দিল্লির ওই ডাক্তার।
কমেন্ট বক্স ভরে যাচ্ছে প্রশংসায়, তাজ্জব নেটিজেন বলছেন, না বলে দিলে বোঝার উপায় নেই।
পেশায় ডাক্তার হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৫০ হাজার।
এই হঠাৎ পাওয়া স্টারডম বেশ চুটিয়ে উপভোগ করছেন তিনি।