Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sangla Valley: সম্প্রীতির ছোঁয়া হোলির উত্‍সবেও! হিন্দু-বৌদ্ধের বেনজির রঙের খেলা দেখতে ঘুরে আসুন এই জায়গায়

Spiti Valley: হোলি বা দোল মানেই হল রঙ, আনন্দ, হাসির উত্‍সব। হিন্দুদের প্রধান ও অন্যতম জনপ্রিয় উত্‍সব হলেও সব ধর্মের মানুষই এই রঙিন উত্‍সবে সামিল হতে পারেন।

| Edited By: | Updated on: Mar 19, 2022 | 7:54 AM
সব ধর্মের বাস এই দেশে। ফলে সম্প্রীতির ছোঁয়া সব উত্‍সবের সঙ্গেই জড়িয়ে রয়েছে। হোলিও ব্যতিক্রম নয়। হোলি বা দোল মানেই হল রঙ, আনন্দ, হাসির উত্‍সব। হিন্দুদের প্রধান ও অন্যতম জনপ্রিয় উত্‍সব হলেও সব ধর্মের মানুষই এই রঙিন উত্‍সবে সামিল হতে পারেন।

সব ধর্মের বাস এই দেশে। ফলে সম্প্রীতির ছোঁয়া সব উত্‍সবের সঙ্গেই জড়িয়ে রয়েছে। হোলিও ব্যতিক্রম নয়। হোলি বা দোল মানেই হল রঙ, আনন্দ, হাসির উত্‍সব। হিন্দুদের প্রধান ও অন্যতম জনপ্রিয় উত্‍সব হলেও সব ধর্মের মানুষই এই রঙিন উত্‍সবে সামিল হতে পারেন।

1 / 10
হোলির দিন অত্যন্ত উত্তেজনা ও পেশাদারের মত রঙের উত্‍সব পালন করায় বিশ্বাস কিন্নুর জেলার বাসিন্দারা। কিন্নুরের সাংলা উপত্যকা হল স্পিতি উপত্যকার প্রবেশদ্বার। যেখানে রয়েছে হিমালয় পর্বতমালা, সবুজ উপত্যকা ও রাতের ঝলমলে আকাশ।

হোলির দিন অত্যন্ত উত্তেজনা ও পেশাদারের মত রঙের উত্‍সব পালন করায় বিশ্বাস কিন্নুর জেলার বাসিন্দারা। কিন্নুরের সাংলা উপত্যকা হল স্পিতি উপত্যকার প্রবেশদ্বার। যেখানে রয়েছে হিমালয় পর্বতমালা, সবুজ উপত্যকা ও রাতের ঝলমলে আকাশ।

2 / 10
এমন একটি জায়গা যেখানে হিন্দু ও বৌদ্ধধর্ম সুন্দরভাবে একই সঙ্গে বেড়ে উঠছে। বিশেষ করে এই হোলির সময়েই এই অঞ্চল মেতে ওঠে দেশের অন্যরকম উত্‍সবের আমেজে।

এমন একটি জায়গা যেখানে হিন্দু ও বৌদ্ধধর্ম সুন্দরভাবে একই সঙ্গে বেড়ে উঠছে। বিশেষ করে এই হোলির সময়েই এই অঞ্চল মেতে ওঠে দেশের অন্যরকম উত্‍সবের আমেজে।

3 / 10
 অন্য ধরনের হোলির উত্‍সবে সামিল হতে চাইলে যেতে হবে সঠিক জায়গায়। অর্থাত্‍ সাংলা উপত্যকায়। বাসপা নদীর তীরে, যোগী হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত এই সাংলা বৌদ্ধ মঠ ও মন্দিরগুলির জন্য বিখ্যাত। রঙের এই উত্‍সবে পুরো উপত্যরা রঙে রঙিন হয়ে ওঠে।

অন্য ধরনের হোলির উত্‍সবে সামিল হতে চাইলে যেতে হবে সঠিক জায়গায়। অর্থাত্‍ সাংলা উপত্যকায়। বাসপা নদীর তীরে, যোগী হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত এই সাংলা বৌদ্ধ মঠ ও মন্দিরগুলির জন্য বিখ্যাত। রঙের এই উত্‍সবে পুরো উপত্যরা রঙে রঙিন হয়ে ওঠে।

4 / 10
স্থানীয়ভাবে এটিকে ফাগুলি উত্‍সব একটি অংশ হিসেবে পালন করা হয়। এই উত্‍সব প্রায় চারদিন ধরে পালন করা হয়। উত্‍সবের তৃতীয় দিন রঙের উত্‍সব হিসেবে অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে এটিকে ফাগুলি উত্‍সব একটি অংশ হিসেবে পালন করা হয়। এই উত্‍সব প্রায় চারদিন ধরে পালন করা হয়। উত্‍সবের তৃতীয় দিন রঙের উত্‍সব হিসেবে অনুষ্ঠিত হয়।

5 / 10
তবে এই হোলিতেও রয়েছে হোলিকা দহনের মত আগুন জ্বালানোর রীতি। হোলির আগের দিন এই আগুন জ্বালানো আচার-অনুষ্ঠান পালন করা হয়। আগুনের শিখার চারপাশে বৌদ্ধ ও হিন্দু উভয় জাতির বাসিন্দারাই উপস্থিত থাকেন। সঙ্গে স্থানীয় ওয়াইন ফাসু বিতরণ করা হয় প্রসাদী হিসেবে। রাতভর চলে উত্‍সবের আনন্দ ও খানা-পিনা।

তবে এই হোলিতেও রয়েছে হোলিকা দহনের মত আগুন জ্বালানোর রীতি। হোলির আগের দিন এই আগুন জ্বালানো আচার-অনুষ্ঠান পালন করা হয়। আগুনের শিখার চারপাশে বৌদ্ধ ও হিন্দু উভয় জাতির বাসিন্দারাই উপস্থিত থাকেন। সঙ্গে স্থানীয় ওয়াইন ফাসু বিতরণ করা হয় প্রসাদী হিসেবে। রাতভর চলে উত্‍সবের আনন্দ ও খানা-পিনা।

6 / 10
হোলির দিন স্থানীয় মন্দিরগুলি থেকে প্রথম রঙ খেলা শুরু করা হয়। এদিন স্থানীয়রা মন্দিরে পুজো-প্রার্থনা করে, লোকগান গেয়ে হোলির উত্‍সব শুরু করেন। সে এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই হোলিতে কোনও জল রঙ ব্যবহার করা হয় না। শুধুমাত্র আবির দিয়েই হোলির আনন্দ উপভোগ করা হয়।

হোলির দিন স্থানীয় মন্দিরগুলি থেকে প্রথম রঙ খেলা শুরু করা হয়। এদিন স্থানীয়রা মন্দিরে পুজো-প্রার্থনা করে, লোকগান গেয়ে হোলির উত্‍সব শুরু করেন। সে এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই হোলিতে কোনও জল রঙ ব্যবহার করা হয় না। শুধুমাত্র আবির দিয়েই হোলির আনন্দ উপভোগ করা হয়।

7 / 10
উত্‍সবের শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তোত্‍সবের মত এখানে নাচ-গান-নাটক করার চল রয়েছে। এদিন পুরুষরা রামায়ণের বিভিন্ন চরিত্র হিসেবে সেজে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে চরিত্র হিসেবে রঙবেরঙের সাজে সেজে ওঠেন পুরুষরা।

উত্‍সবের শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তোত্‍সবের মত এখানে নাচ-গান-নাটক করার চল রয়েছে। এদিন পুরুষরা রামায়ণের বিভিন্ন চরিত্র হিসেবে সেজে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে চরিত্র হিসেবে রঙবেরঙের সাজে সেজে ওঠেন পুরুষরা।

8 / 10
শুধু তাই নয়, মেকআপ, উইগ  রঙিন পোশাক পরে অভিনয় করতে করতে শোভাযাত্রায় সামিল হোন। মহিলারাও এই অনুষ্ঠানে যোগদান করেন।

শুধু তাই নয়, মেকআপ, উইগ রঙিন পোশাক পরে অভিনয় করতে করতে শোভাযাত্রায় সামিল হোন। মহিলারাও এই অনুষ্ঠানে যোগদান করেন।

9 / 10
বৃত্তের আকারে স্থানীয় নৃত্য পরিবেশন করেন মহিলারা। যদি হোলির দিন অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করত চান, তাহলে এই সাংলা উপত্যকায় একবার আসতেই হবে আপনাকে।

বৃত্তের আকারে স্থানীয় নৃত্য পরিবেশন করেন মহিলারা। যদি হোলির দিন অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করত চান, তাহলে এই সাংলা উপত্যকায় একবার আসতেই হবে আপনাকে।

10 / 10
Follow Us: