Makar Sankranti 2023: আগামী রবিবার আর চিকেন-মটন নয়, ভাগ্য বদলাতে কেন খিচুড়ি খাবেন, জানুন
Khichdi Tradition: প্রতি বছরের মত এবারেও ১৪ বা ১৫ জানুযারিতে মকর সংক্রান্তির উত্সব পালন করা হয়। এ বছর ১৫ জানুয়ারি, রবিবার পালিত হয়। মকর সংক্রান্তি সংক্রান্তি, পোঙ্গল, মাঘি, উত্তরায়ণ, উত্তরায়ণী ও খিচড়ি ইত্যাদি নামেও পরিচিত। এই দিনে পবিত্র নদীতে স্নান, সূর্যকে অর্ঘ্য নিবেদন, পূজা, দান করার পাশাপাশি তিল, গুড় খাওয়ার গুরুত্ব রয়েছে। এই দিনে খিচড়ি খাওয়া বাধ্যতামূলক বলে মনে করা হয়। মকর সংক্রান্তিতে রান্না করা, খাওয়া এবং খিচড়ি দান করাও গুরুত্বপূর্ণ।
Most Read Stories