Kuldeep Yadav: চট্টগ্রামের ‘ম্যান অব দ্য ম্যাচ’ মীরপুর টেস্টে কেন বাদ? সরব গাভাসকর থেকে নেটিজ়েনরা

বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে। চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। সেই কুলদীপকেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টে দলে রাখেনি। তার পর থেকেই ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর থেকে শুরু করে নেটিজ়েনরা ভারতীয় দলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 5:54 PM
দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রায় ২ বছর পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কামব্যাক হয়েছে কুলদীপের। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে টেস্ট ক্রিকেটে দুরন্ত কামব্যাক করেছিলেন ভারতের চায়নাম্যান বোলার। (ছবি-টুইটার)

দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রায় ২ বছর পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কামব্যাক হয়েছে কুলদীপের। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে টেস্ট ক্রিকেটে দুরন্ত কামব্যাক করেছিলেন ভারতের চায়নাম্যান বোলার। (ছবি-টুইটার)

1 / 7
বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ১৬ ওভার বল করে ৬টি মেডেনসহ ৪০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন কুলদীপ। যা তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। (ছবি-এএফপি)

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ১৬ ওভার বল করে ৬টি মেডেনসহ ৪০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন কুলদীপ। যা তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। (ছবি-এএফপি)

2 / 7
স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পর টেস্টে কামব্যাক করে খুশি হয়েছিলেন কুলদীপ। একইসঙ্গে কামব্যাক ম্যাচে এত ভালো পারফর্ম করায় চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও গিয়েছিল কুলদীপের ঝুলিতে। (ছবি-টুইটার)

স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পর টেস্টে কামব্যাক করে খুশি হয়েছিলেন কুলদীপ। একইসঙ্গে কামব্যাক ম্যাচে এত ভালো পারফর্ম করায় চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও গিয়েছিল কুলদীপের ঝুলিতে। (ছবি-টুইটার)

3 / 7
ক্রিকেট মহলের মতে, এত ভালো পারফর্ম করা কুলদীপের নিশ্চিতভাবেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থাকার কথা ছিল। কিন্তু তা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করেও দ্বিতীয় টেস্টে দলে জায়গা পাননি কুলদীপ। ম্যাচের আগে, ভারতের অধিনায়ক কেএল রাহুল জানান, দলের কম্বিনেশনের জন্যই তাঁরা দ্বিতীয় টেস্ট থেকে কুলদীপকে বাদ দিতে বাধ্য হয়েছে। (ছবি-টুইটার)

ক্রিকেট মহলের মতে, এত ভালো পারফর্ম করা কুলদীপের নিশ্চিতভাবেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থাকার কথা ছিল। কিন্তু তা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করেও দ্বিতীয় টেস্টে দলে জায়গা পাননি কুলদীপ। ম্যাচের আগে, ভারতের অধিনায়ক কেএল রাহুল জানান, দলের কম্বিনেশনের জন্যই তাঁরা দ্বিতীয় টেস্ট থেকে কুলদীপকে বাদ দিতে বাধ্য হয়েছে। (ছবি-টুইটার)

4 / 7
মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে কুলদীপ বাদ পড়ায় ক্রিকেট সমর্থকরা রীতিমতো   অবাক হয়েছে। শুধু তাই নয়। কুলদীপ দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায়, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও চুপ থাকেননি। (ছবি-এএফপি)

মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে কুলদীপ বাদ পড়ায় ক্রিকেট সমর্থকরা রীতিমতো অবাক হয়েছে। শুধু তাই নয়। কুলদীপ দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায়, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও চুপ থাকেননি। (ছবি-এএফপি)

5 / 7
কুলদীপ দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায় নেটিজ়েনরা রীতিমতো প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি-বিসিসিআই টুইটার)

কুলদীপ দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায় নেটিজ়েনরা রীতিমতো প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি-বিসিসিআই টুইটার)

6 / 7
মীরপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট চলাকালীন মাঠের মধ্যে দেখা গিয়েছে কুলদীপকে। যদিও বল বা ব্যাট হাতে নয়। ক্রিকেটারদের জল দিতে তিনি মাঠের মধ্যে গিয়েছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

মীরপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট চলাকালীন মাঠের মধ্যে দেখা গিয়েছে কুলদীপকে। যদিও বল বা ব্যাট হাতে নয়। ক্রিকেটারদের জল দিতে তিনি মাঠের মধ্যে গিয়েছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us: