MAR vs POR: বিশ্বকাপের মঞ্চে ইতিহাস, ছবিতে মরক্কোর মুহূর্ত…

স্বপ্ন দেখা খুবই জরুরি। এ ছাড়া কী করে এগনো যাবে! দার্শনিক কথা-বার্তা মনে হলেও ভুল তো নয়। মরক্কোর নকআউট নিশ্চিত হতেই কোচ ওয়ালিদকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এরপর কী? প্রতিটা দল তো জিততেই আসে। বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা দেয়। মরক্কো ক্রমশ স্বপ্ন গুলোকে ধাপে ধাপে পেরিয়ে যাবে, এমনটা যেন প্রত্যাশা ছিল না। সে কারণেই, স্পেনকে ছিঁটকে দেওয়া অঘটন মনে হয়েছে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের নজির গড়েছিল মরক্কো। পর্তুগালকে হারিয়ে নতুন ইতিহাস। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো।

| Edited By: | Updated on: Dec 11, 2022 | 9:00 AM
স্বপ্ন দেখা খুবই জরুরি। এ ছাড়া কী করে এগনো যাবে! দার্শনিক কথা-বার্তা মনে হলেও ভুল তো নয়। মরক্কোর নকআউট নিশ্চিত হতেই কোচ ওয়ালিদকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এরপর কী? প্রতিটা দল তো জিততেই আসে। বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা দেয়। (ছবি : টুইটার)

স্বপ্ন দেখা খুবই জরুরি। এ ছাড়া কী করে এগনো যাবে! দার্শনিক কথা-বার্তা মনে হলেও ভুল তো নয়। মরক্কোর নকআউট নিশ্চিত হতেই কোচ ওয়ালিদকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এরপর কী? প্রতিটা দল তো জিততেই আসে। বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা দেয়। (ছবি : টুইটার)

1 / 5
মরক্কো ক্রমশ স্বপ্ন গুলোকে ধাপে ধাপে পেরিয়ে যাবে, এমনটা যেন প্রত্যাশা ছিল না। সে কারণেই, স্পেনকে ছিঁটকে দেওয়া অঘটন মনে হয়েছে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের নজির গড়েছিল মরক্কো। (ছবি : টুইটার)

মরক্কো ক্রমশ স্বপ্ন গুলোকে ধাপে ধাপে পেরিয়ে যাবে, এমনটা যেন প্রত্যাশা ছিল না। সে কারণেই, স্পেনকে ছিঁটকে দেওয়া অঘটন মনে হয়েছে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের নজির গড়েছিল মরক্কো। (ছবি : টুইটার)

2 / 5
পর্তুগালকে হারিয়ে নতুন ইতিহাস। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো। এই ম্যাচকেও কি অঘটন ধরা হবে! মনে হয় না। ম্যাচের আগে প্রতিপক্ষ প্রসঙ্গে পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস মন্তব্য় করেছিলেন-ওরা ফেভারিট কীনা জানি না, তবে গ্রুপ পর্বে মাত্র একটা গোল খেয়েছে, সেটাও আত্মঘাতী। (ছবি : টুইটার)

পর্তুগালকে হারিয়ে নতুন ইতিহাস। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো। এই ম্যাচকেও কি অঘটন ধরা হবে! মনে হয় না। ম্যাচের আগে প্রতিপক্ষ প্রসঙ্গে পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস মন্তব্য় করেছিলেন-ওরা ফেভারিট কীনা জানি না, তবে গ্রুপ পর্বে মাত্র একটা গোল খেয়েছে, সেটাও আত্মঘাতী। (ছবি : টুইটার)

3 / 5
ইতিহাস গড়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মাতবেন মরক্কো ফুটবলাররা, এমনটাই প্রত্য়াশিত। শুধু মরক্কো দলের মধ্যেই সীমাবদ্ধ নেই সেই উচ্ছ্বাস। তাদের পরিবার এবং আফ্রিকার বাকি দেশগুলিও ওদের সাফল্য়ে সামিল। (ছবি : টুইটার)

ইতিহাস গড়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মাতবেন মরক্কো ফুটবলাররা, এমনটাই প্রত্য়াশিত। শুধু মরক্কো দলের মধ্যেই সীমাবদ্ধ নেই সেই উচ্ছ্বাস। তাদের পরিবার এবং আফ্রিকার বাকি দেশগুলিও ওদের সাফল্য়ে সামিল। (ছবি : টুইটার)

4 / 5
পর্তুগালের বিরুদ্ধেও অনবদ্য পারফরম্য়ান্সে ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক বোনো। যদিও যাঁর গোলে পর্তুগালকে ১-০ হারানো সম্ভব হয়েছে, সেই এনিসিরিকেই পুরস্কার তুলে দিলেন বোনো। এরপর তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। (ছবি : টুইটার)

পর্তুগালের বিরুদ্ধেও অনবদ্য পারফরম্য়ান্সে ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক বোনো। যদিও যাঁর গোলে পর্তুগালকে ১-০ হারানো সম্ভব হয়েছে, সেই এনিসিরিকেই পুরস্কার তুলে দিলেন বোনো। এরপর তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: