Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেখুন গ্যালারি: ‘ইশকজা়দে’ থেকে ‘পিঙ্কি’! অর্জুন কাপুরের জন্মদিনে রইল ৭ অজানা গল্প

Arjun Kapoor Birthday: বলিউড অভিনেতা অর্জুন কাপুর ৩৬-এ পা দিলেন। প্রয়াত মোনা কাপুর এবং প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন। স্টারডম এবং সাফল্য অর্জনে অনেক পরিশ্রম করেছেন অভিনেতা। ‘ইশকজা়দে’ থেকে ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির এ ফিল্মি জার্নিতে রয়েছে কিছু অজানা গল্প।

| Edited By: | Updated on: Jun 26, 2021 | 9:38 AM
ঋত্বিক রোশন তাঁর জীবনে ‘ম্যান ক্রাশ’। এ কথা তিনি স্বীকারও করেছেন। ঋত্বিকের উপস্থিতি অর্জুনকে বিভ্রান্ত করে ফেলতে পারে কয়েক মিনিটে।

ঋত্বিক রোশন তাঁর জীবনে ‘ম্যান ক্রাশ’। এ কথা তিনি স্বীকারও করেছেন। ঋত্বিকের উপস্থিতি অর্জুনকে বিভ্রান্ত করে ফেলতে পারে কয়েক মিনিটে।

1 / 7
অর্জুনের এক অদ্ভুত ভীতি রয়েছে। যাকে বলে ফোবিয়া। সিলিং ফ্যানে ভীষণ ভয় অর্জুনের। তা-ই তাঁর বাড়িতে নেই কোনও সিলিং ফ্যান!

অর্জুনের এক অদ্ভুত ভীতি রয়েছে। যাকে বলে ফোবিয়া। সিলিং ফ্যানে ভীষণ ভয় অর্জুনের। তা-ই তাঁর বাড়িতে নেই কোনও সিলিং ফ্যান!

2 / 7
তাঁকে ছোট থেকে ‘ফুবু’ বলে ডাকা হত। কেন ‘ফুবু’? আসলে ‘ফুবু’ একটি ব্র্যান্ড যা প্লাস অর্থাৎ বড় সাইজের পোশাক বিক্রি করে। আর ছোট থেকে অর্জুন ছিলেন বেশ মোটাসোটা।

তাঁকে ছোট থেকে ‘ফুবু’ বলে ডাকা হত। কেন ‘ফুবু’? আসলে ‘ফুবু’ একটি ব্র্যান্ড যা প্লাস অর্থাৎ বড় সাইজের পোশাক বিক্রি করে। আর ছোট থেকে অর্জুন ছিলেন বেশ মোটাসোটা।

3 / 7
অর্জুন ছোট থেকে একটু বেশি ইন্ট্রোভার্ট। মানুষের প্রশ্নের উত্তর দেওয়া তাঁর পক্ষে খুব কঠিন ছিল। একটা সময়ে অর্জুন পুরোপুরি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

অর্জুন ছোট থেকে একটু বেশি ইন্ট্রোভার্ট। মানুষের প্রশ্নের উত্তর দেওয়া তাঁর পক্ষে খুব কঠিন ছিল। একটা সময়ে অর্জুন পুরোপুরি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

4 / 7
 অর্জুনের ফেবারিট ফুড—সিঙাড়া ও কড়হি চাওয়াল।

অর্জুনের ফেবারিট ফুড—সিঙাড়া ও কড়হি চাওয়াল।

5 / 7
অর্জুনের ওজন ছিল ১৪০ কেজি ছিল, সলমন খান তাঁকে ওজন কমাতে সাহায্য করেন। এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, “৫০ কেজি কমাতে আমার ৪ বছর  লেগেছিল এবং সলমন স্যর আমাকে বলার পরে এটা ঘটে, ও বলেছিল 'আমি তোমার ভিতর থেকে একটা মনুষ বের করব’ তিনি তা-ই করেছিলেন! আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাল ছাড়ব না এবং কাজ চালিয়ে যাব। ”

অর্জুনের ওজন ছিল ১৪০ কেজি ছিল, সলমন খান তাঁকে ওজন কমাতে সাহায্য করেন। এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, “৫০ কেজি কমাতে আমার ৪ বছর লেগেছিল এবং সলমন স্যর আমাকে বলার পরে এটা ঘটে, ও বলেছিল 'আমি তোমার ভিতর থেকে একটা মনুষ বের করব’ তিনি তা-ই করেছিলেন! আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাল ছাড়ব না এবং কাজ চালিয়ে যাব। ”

6 / 7
মা মোনা কাপুর তাঁর সবচেয়ে কাছের মানুষ। অর্জুনের হাতে ট্যাটু রয়েছে ‘মা’ লেখা। তাঁর ডেবিউ ছবির মুক্তির কিছু সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অর্জুনের মা।

মা মোনা কাপুর তাঁর সবচেয়ে কাছের মানুষ। অর্জুনের হাতে ট্যাটু রয়েছে ‘মা’ লেখা। তাঁর ডেবিউ ছবির মুক্তির কিছু সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অর্জুনের মা।

7 / 7
Follow Us: