জুহি-কাজল-রবিনার ‘রিজেক্ট’ করা এই ছবিই করিশ্মাকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার, ঘটেছিল মিরাকেল!

পাঁচ বার ব্যর্থ মনোরথ যশের শেষ পছন্দ ছিলেন কপূর পরিবারের কন্যা করিশ্মা। তাঁকে প্রস্তাব দিলেই লুফে নিল সে...তারপর যা ঘটল, তা মিরাকেল!

| Edited By: | Updated on: Jun 25, 2021 | 8:34 AM
৯০'র দশক, যশ চোপড়া একে একে সে সময়ের সেরা পাঁচ অভিনেত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন এক ছবির অফার। কিন্তু তাঁরা প্রত্যেকেই রিজেক্ট করেছিলেন যশের সেই প্রস্তাব।

৯০'র দশক, যশ চোপড়া একে একে সে সময়ের সেরা পাঁচ অভিনেত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন এক ছবির অফার। কিন্তু তাঁরা প্রত্যেকেই রিজেক্ট করেছিলেন যশের সেই প্রস্তাব।

1 / 7
পাঁচ বার ব্যর্থ মনোরথ যশের শেষ পছন্দ ছিলেন কপূর পরিবারের কন্যা করিশ্মা। তাঁকে প্রস্তাব দিলেই লুফে নিল সে...তারপর যা ঘটল, তা মিরাকেল!

পাঁচ বার ব্যর্থ মনোরথ যশের শেষ পছন্দ ছিলেন কপূর পরিবারের কন্যা করিশ্মা। তাঁকে প্রস্তাব দিলেই লুফে নিল সে...তারপর যা ঘটল, তা মিরাকেল!

2 / 7
কথা হচ্ছে আইকনিক ছবি 'দিল তো পাগল হ্যায়'-এর, যা মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ৩১ অক্টোবর। সে সময় করিশ্মা একেবারেই নবাগতা। যশ চোপড়া ছবির মুখ্য চরিত্র হিসেবে কাস্ট করেছিলেন শাহরুখ এবং মাধুরী দীক্ষিতকে।

কথা হচ্ছে আইকনিক ছবি 'দিল তো পাগল হ্যায়'-এর, যা মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ৩১ অক্টোবর। সে সময় করিশ্মা একেবারেই নবাগতা। যশ চোপড়া ছবির মুখ্য চরিত্র হিসেবে কাস্ট করেছিলেন শাহরুখ এবং মাধুরী দীক্ষিতকে।

3 / 7
দরকার ছিল সেকেন্ড লিডের। সেই প্রস্তাব নিয়েই কাজল, রবিনা টন্ডন, ঊর্মিলা মাতন্ডকর, জুহি চাওলা, মণিশা কৈরালা এবং ঊর্মিলা মাতন্ডকরের কাছে গিয়েছিলেন যশ।

দরকার ছিল সেকেন্ড লিডের। সেই প্রস্তাব নিয়েই কাজল, রবিনা টন্ডন, ঊর্মিলা মাতন্ডকর, জুহি চাওলা, মণিশা কৈরালা এবং ঊর্মিলা মাতন্ডকরের কাছে গিয়েছিলেন যশ।

4 / 7
কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়নি কারও। শাহরুখের সঙ্গে সেভাবে কোনও দৃশ্য নেই, সেকেন্ড হাফে করার মতো কিছুই নেই, দ্বিতীয় লিডে কাজ করতে রাজি হননি ওঁরা।

কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়নি কারও। শাহরুখের সঙ্গে সেভাবে কোনও দৃশ্য নেই, সেকেন্ড হাফে করার মতো কিছুই নেই, দ্বিতীয় লিডে কাজ করতে রাজি হননি ওঁরা।

5 / 7
অভিনয় করেন করিশ্মা। ছবি মুক্তি পায়। ইন্ডাস্ট্রি পেয়ে যায় এক নতুন হিরোইনকে, যার নাম করিশ্মা কাপুর। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক আসতে থাকে অফার।

অভিনয় করেন করিশ্মা। ছবি মুক্তি পায়। ইন্ডাস্ট্রি পেয়ে যায় এক নতুন হিরোইনকে, যার নাম করিশ্মা কাপুর। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক আসতে থাকে অফার।

6 / 7
কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনা চরিত্রটি যে করিশ্মা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারও অজানা নয়। যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানি মুখোপাধ্যায়ের কাছে। অশোকা ছবির অফারও গিয়েছিল তাঁর কাছে। তিনি ফিরিয়ে দেন তাঁর জায়গা নেন বোন করিনা কাপুর।

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনা চরিত্রটি যে করিশ্মা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারও অজানা নয়। যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানি মুখোপাধ্যায়ের কাছে। অশোকা ছবির অফারও গিয়েছিল তাঁর কাছে। তিনি ফিরিয়ে দেন তাঁর জায়গা নেন বোন করিনা কাপুর।

7 / 7
Follow Us: