Bihar Tourist Spot: বর্ষায় সুন্দর হয়ে ওঠে পাহাড় ঘেরা এই জায়গাগুলি, ২ দিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন

Tourist Spot of Monsson: বর্ষায় পাহাড় অন্য রূপে ধরা দেয়। আবার বর্ষার উত্তাল সমুদ্র কিংবা স্রোতস্বিনী নদীও খুব আকর্ষণীয়। বর্ষায় পাহাড় সুন্দর হলেও কিছুটা ঝুঁকি থাকে। তাই এই সময়ে সাধারণত সমুদ্র, নদী-তীর বেশি পছন্দ পর্যটকদের। তবে উঁচু পাহাড়ের আফশোস মেটাতে টিলা-পাহাড় বা পাহাড়ি উপত্যকা এলাকাতেও ঘুরে আসতে পারেন।

| Updated on: Jul 08, 2024 | 6:14 PM
শীত হোক, গ্রীষ্ম বা বর্ষা, ভ্রমণপ্রেমীদের কাছে ঋতু বা সময় কোনও বিষয় নয়, বেড়ানো হলেই হল। ভ্রমণপ্রেমীরা ঋতু অনুযায়ী ঠিক বেড়ানোর জায়গা বেছে নেন। এই বর্ষা ঋতুতেও বেড়ানোর দারুণ -দারুণ জায়গা রয়েছে

শীত হোক, গ্রীষ্ম বা বর্ষা, ভ্রমণপ্রেমীদের কাছে ঋতু বা সময় কোনও বিষয় নয়, বেড়ানো হলেই হল। ভ্রমণপ্রেমীরা ঋতু অনুযায়ী ঠিক বেড়ানোর জায়গা বেছে নেন। এই বর্ষা ঋতুতেও বেড়ানোর দারুণ -দারুণ জায়গা রয়েছে

1 / 8
বর্ষায় পাহাড় অন্য রূপে ধরা দেয়। আবার বর্ষার উত্তাল সমুদ্র কিংবা স্রোতস্বিনী নদীও খুব আকর্ষণীয়। বর্ষায় পাহাড় সুন্দর হলেও কিছুটা ঝুঁকি থাকে। তাই এই সময়ে সাধারণত সমুদ্র, নদী-তীর বেশি পছন্দ পর্যটকদের। তবে উঁচু পাহাড়-পর্বতের আফশোস মেটাতে টিলা-পাহাড় বা পাহাড়ি উপত্যকা এলাকাতেও ঘুরে আসতে পারেন

বর্ষায় পাহাড় অন্য রূপে ধরা দেয়। আবার বর্ষার উত্তাল সমুদ্র কিংবা স্রোতস্বিনী নদীও খুব আকর্ষণীয়। বর্ষায় পাহাড় সুন্দর হলেও কিছুটা ঝুঁকি থাকে। তাই এই সময়ে সাধারণত সমুদ্র, নদী-তীর বেশি পছন্দ পর্যটকদের। তবে উঁচু পাহাড়-পর্বতের আফশোস মেটাতে টিলা-পাহাড় বা পাহাড়ি উপত্যকা এলাকাতেও ঘুরে আসতে পারেন

2 / 8
বর্ষায় পুরী, দিঘার পাশাপাশি ঘুরে আসতে পারেন বিহার থেকে। বিহারের এমন কয়েকটি স্থান রয়েছে, যেগুলি বর্ষায় আলাদা রূপে ধরা দেয়। আবার অনেক ইতিহাস, পুরানো সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন

বর্ষায় পুরী, দিঘার পাশাপাশি ঘুরে আসতে পারেন বিহার থেকে। বিহারের এমন কয়েকটি স্থান রয়েছে, যেগুলি বর্ষায় আলাদা রূপে ধরা দেয়। আবার অনেক ইতিহাস, পুরানো সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন

3 / 8
বিহারের পর্যটনকেন্দ্র বলতেই প্রথমে যে নামটি মনে আসে, সেটি হল বুদ্ধগয়া। কথিত আছে, বুদ্ধদেব এখানেই অশ্বত্থ গাছের নীচে বোধি লাভ করেছিলেন। ফাল্গু নদীর তীরে অবস্থিত এটি ব্যস্ত শহর হলেও বর্ষায় বেড়াতে দারুণ লাগে

বিহারের পর্যটনকেন্দ্র বলতেই প্রথমে যে নামটি মনে আসে, সেটি হল বুদ্ধগয়া। কথিত আছে, বুদ্ধদেব এখানেই অশ্বত্থ গাছের নীচে বোধি লাভ করেছিলেন। ফাল্গু নদীর তীরে অবস্থিত এটি ব্যস্ত শহর হলেও বর্ষায় বেড়াতে দারুণ লাগে

4 / 8
বুদ্ধগয়া সুন্দরভাবে সাজানো একটি শহর। পরিচ্ছন্নতার নজির পাবেন এখানে। এখানে  মহাবোধি মন্দির, বোধি বৃক্ষ থেকে প্রাচীন মঠ ও মন্দির, এমনকি চিনা মন্দির, থাই মন্দির-মঠ, রাজকীয় ভুটান মঠ,এবং মঠ থেকে প্রত্নতাত্ত্বিক জাদুঘরও দেখতে পাবেন। বুদ্ধগয়া মঠের ভিতর গাছের ছায়ায় বসে অনাবিল শান্তি মেলে

বুদ্ধগয়া সুন্দরভাবে সাজানো একটি শহর। পরিচ্ছন্নতার নজির পাবেন এখানে। এখানে মহাবোধি মন্দির, বোধি বৃক্ষ থেকে প্রাচীন মঠ ও মন্দির, এমনকি চিনা মন্দির, থাই মন্দির-মঠ, রাজকীয় ভুটান মঠ,এবং মঠ থেকে প্রত্নতাত্ত্বিক জাদুঘরও দেখতে পাবেন। বুদ্ধগয়া মঠের ভিতর গাছের ছায়ায় বসে অনাবিল শান্তি মেলে

5 / 8
বিহারের অন্যতম পর্যটনকেন্দ্র হল রাজগীর। পাহাড় ঘেরা এই স্থানে এলে যেন ইতিহাস কথা বলে। এখানে অনেক প্রাচীন মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ ও উষ্ণ প্রস্রবন রয়েছে। এছাড়া পাহাড়ের উপর অবস্থিত প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপ, গ্লাস ব্রিজ দেখার মতো। রোপওয়ে করে পাহাড়ের উপর ওঠার মজাও পাবেন

বিহারের অন্যতম পর্যটনকেন্দ্র হল রাজগীর। পাহাড় ঘেরা এই স্থানে এলে যেন ইতিহাস কথা বলে। এখানে অনেক প্রাচীন মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ ও উষ্ণ প্রস্রবন রয়েছে। এছাড়া পাহাড়ের উপর অবস্থিত প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপ, গ্লাস ব্রিজ দেখার মতো। রোপওয়ে করে পাহাড়ের উপর ওঠার মজাও পাবেন

6 / 8
ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা। পর্যটনের দৃষ্টিকোণ থেকে আজও এটি একটি খুব সুন্দর জায়গা। চিনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে এসেছিলেন এবং দু-বছর ছিলেন। তাই ইতিহাস-সন্ধানীদের কাছে নালন্দা আজও জনপ্রিয়। এখানে এলে প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আদপ-কায়দা সম্পর্কে একটা ধারণা মেলে

ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা। পর্যটনের দৃষ্টিকোণ থেকে আজও এটি একটি খুব সুন্দর জায়গা। চিনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে এসেছিলেন এবং দু-বছর ছিলেন। তাই ইতিহাস-সন্ধানীদের কাছে নালন্দা আজও জনপ্রিয়। এখানে এলে প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আদপ-কায়দা সম্পর্কে একটা ধারণা মেলে

7 / 8
ইতহাস-সমৃদ্ধ স্থান হল, বিহারের বৈশালী। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, একসময়ে লিচ্ছবি শাসকদের রাজধানী ছিল বৈশালী। রিলিক স্তুপ, কুটাগরশালা বিহার, করোনেশন ট্যাঙ্ক, বিশ্ব শান্তি শিবালয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়াম, বাবন পোখর মন্দির, কুন্দলপুর, রাজা বিশাল দুর্গ, চৌমুখী মহাদেব এখানকার প্রধান আকর্ষণ

ইতহাস-সমৃদ্ধ স্থান হল, বিহারের বৈশালী। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, একসময়ে লিচ্ছবি শাসকদের রাজধানী ছিল বৈশালী। রিলিক স্তুপ, কুটাগরশালা বিহার, করোনেশন ট্যাঙ্ক, বিশ্ব শান্তি শিবালয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়াম, বাবন পোখর মন্দির, কুন্দলপুর, রাজা বিশাল দুর্গ, চৌমুখী মহাদেব এখানকার প্রধান আকর্ষণ

8 / 8
Follow Us: