Face Scrub: সুন্দর ত্বক পেতে সপ্তাহে ক’দিন স্ক্রাব করবেন, জানা আছে?

| Edited By: | Updated on: Sep 23, 2023 | 9:15 AM
উজ্জ্বল, সুন্দর ত্বকের জন্য স্ক্রাব করা জরুরি। এতে ত্বক পরিষ্কার হয়। সেই সঙ্গেই ত্বকের মৃত কোষের সমস্যা দূর হয়। ফলে ত্বকে আসে জেল্লা।

উজ্জ্বল, সুন্দর ত্বকের জন্য স্ক্রাব করা জরুরি। এতে ত্বক পরিষ্কার হয়। সেই সঙ্গেই ত্বকের মৃত কোষের সমস্যা দূর হয়। ফলে ত্বকে আসে জেল্লা।

1 / 8
সুন্দর ত্বক পেতে তাই অনেকেই স্ক্রাব করে থাকেন। তবে শুধু স্ক্রাব করলেই হবে না, ত্বকের ধরন অনুযায়ী ক'দিন স্ক্রাবিং করছেন সেদিকে নজর দেওয়াও জরুরি।

সুন্দর ত্বক পেতে তাই অনেকেই স্ক্রাব করে থাকেন। তবে শুধু স্ক্রাব করলেই হবে না, ত্বকের ধরন অনুযায়ী ক'দিন স্ক্রাবিং করছেন সেদিকে নজর দেওয়াও জরুরি।

2 / 8
তাই জানতে হবে ত্বকের ধরন অনুযায়ী, ক'দিন স্ক্রাব করবেন। আপনার যদি কম্বিনেশন স্কিন হন, তবে সপ্তাহে ক'দিন স্ক্রাব করবেন জানা আছে? জানুন...

তাই জানতে হবে ত্বকের ধরন অনুযায়ী, ক'দিন স্ক্রাব করবেন। আপনার যদি কম্বিনেশন স্কিন হন, তবে সপ্তাহে ক'দিন স্ক্রাব করবেন জানা আছে? জানুন...

3 / 8
শুষ্ক ও তৈলাক্ত ত্বককে কম্বিনেশন স্কিন বলে। এই ধরনের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এই ধরেনর ত্বকে সপ্তাহে  দুবার এক্সফোলিয়েশন করাই যথেষ্ট।

শুষ্ক ও তৈলাক্ত ত্বককে কম্বিনেশন স্কিন বলে। এই ধরনের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এই ধরেনর ত্বকে সপ্তাহে দুবার এক্সফোলিয়েশন করাই যথেষ্ট।

4 / 8
গরমে ত্বকে সহজেই তেল ও ব্রণ দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য বাড়তি যত্ন নিতে হবে। এই ধরনের ত্বক যাঁদের তাঁরা সপ্তাহে দুই বা তিনবার স্ক্রাব করুন ।

গরমে ত্বকে সহজেই তেল ও ব্রণ দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য বাড়তি যত্ন নিতে হবে। এই ধরনের ত্বক যাঁদের তাঁরা সপ্তাহে দুই বা তিনবার স্ক্রাব করুন ।

5 / 8
এই ধরনের ত্বক শুষ্ক বা প্রাণহীন দেখায় সাধারণত। এতে মৃত কোষ সহজেই জমে যায়। যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা  সপ্তাহে একবার বা দুবার স্ক্রাব করুন, তাহলেই হবে।

এই ধরনের ত্বক শুষ্ক বা প্রাণহীন দেখায় সাধারণত। এতে মৃত কোষ সহজেই জমে যায়। যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা সপ্তাহে একবার বা দুবার স্ক্রাব করুন, তাহলেই হবে।

6 / 8
গ্রীষ্মকালে, স্বাভাবিক ত্বকের লোকেরা সপ্তাহে একবার তাদের ত্বক স্ক্রাব করতে পারেন। শীতে বা বর্ষায় একবার করলেই যথেষ্ট। এর বেশি দরকার নেই।

গ্রীষ্মকালে, স্বাভাবিক ত্বকের লোকেরা সপ্তাহে একবার তাদের ত্বক স্ক্রাব করতে পারেন। শীতে বা বর্ষায় একবার করলেই যথেষ্ট। এর বেশি দরকার নেই।

7 / 8
সব সময় যে বাজার চলতি স্ক্রাব ব্যবহার করতে হবে এমন নয়। বাড়িতে বানাোন স্ক্পাব ব্যলহার করতেই পারেন। এতে আরও ভাল ফ পাবেন।

সব সময় যে বাজার চলতি স্ক্রাব ব্যবহার করতে হবে এমন নয়। বাড়িতে বানাোন স্ক্পাব ব্যলহার করতেই পারেন। এতে আরও ভাল ফ পাবেন।

8 / 8
Follow Us: