শুধু রান্নায় নয়, ত্বকের হাল ফেরাতে চোখ বন্ধ করে ভরসা করুন কর্নফ্লাওয়ারে

Cornflour Benefits: পাশাপাশি ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ও বেসনের ফেসপ্যাক। ত্বককে হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে এই ফেসপ্যাক। এ ছাড়া ট্যান তুলতে ব্যবহার করতে পারেন ওটমিল, মধু ও কর্নফ্লাওয়ারের স্ক্রাব। এটি বানাতে একটি বাটিতে ওটসের গুঁড়ো নিন। তাতে মধু ও কর্নফ্লাওয়ার দিন। মিশ্রণটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। কাজ হবে।

| Updated on: Mar 07, 2024 | 8:45 AM
রান্নায় আজকাল ভালই ব্যবহার করা হয় কর্নফ্লাওয়ার। তবে শুধু রান্নাতেই সীমাবদ্ধ নেই কর্নফ্লাওয়ার। চাইলে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।  (ছবি:Pinterest)

রান্নায় আজকাল ভালই ব্যবহার করা হয় কর্নফ্লাওয়ার। তবে শুধু রান্নাতেই সীমাবদ্ধ নেই কর্নফ্লাওয়ার। চাইলে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। (ছবি:Pinterest)

1 / 8
কর্নফ্লাওয়ারে রয়েছে ভিটামিন এ, সি। এ ছাড়া রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি ব়্যাডিক্যালের হাত থেকে বাঁচাতে সাহায্য করে।  (ছবি:Pinterest)

কর্নফ্লাওয়ারে রয়েছে ভিটামিন এ, সি। এ ছাড়া রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি ব়্যাডিক্যালের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। (ছবি:Pinterest)

2 / 8
ত্বককে টানটান রাখে কর্নফ্লাওয়ার। পাশাপাশি অকাল বলিরেখার সমস্যা মেটাতে এর জুড়ি নেই। জেনে নিন কীভাবে বাড়িতেই কর্নফ্লাওয়ার দিয়ে ফেসপ্যাক লাগাবেন।  (ছবি:Pinterest)

ত্বককে টানটান রাখে কর্নফ্লাওয়ার। পাশাপাশি অকাল বলিরেখার সমস্যা মেটাতে এর জুড়ি নেই। জেনে নিন কীভাবে বাড়িতেই কর্নফ্লাওয়ার দিয়ে ফেসপ্যাক লাগাবেন। (ছবি:Pinterest)

3 / 8
ত্বকের জন্য ব্যবহার করতে পারেন দই ও কর্নফ্লাওয়ারের ফেসপ্যাক। একটি পাত্রে দু'থেকে তিন চামচ টকদই নিন। তাতে এক চামচ কর্নফ্লাওয়ার মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন। কাজ হবে।  (ছবি:Pinterest)

ত্বকের জন্য ব্যবহার করতে পারেন দই ও কর্নফ্লাওয়ারের ফেসপ্যাক। একটি পাত্রে দু'থেকে তিন চামচ টকদই নিন। তাতে এক চামচ কর্নফ্লাওয়ার মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন। কাজ হবে। (ছবি:Pinterest)

4 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন টমেটো ও কর্নফ্লাওয়ারের ফেসপ্যাক। এই ফেসপ্যাক ট্যান দূর করতে দারুণভাবে সাহায্য করে।  (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন টমেটো ও কর্নফ্লাওয়ারের ফেসপ্যাক। এই ফেসপ্যাক ট্যান দূর করতে দারুণভাবে সাহায্য করে। (ছবি:Pinterest)

5 / 8
এই ফেসপ্যাক বানাতে একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। তাতে এক থেকে দু'চামচ কর্নফ্লাওয়ার দিন। মিশ্রণটি ভাল করে গুলে ত্বকে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।  (ছবি:Pinterest)

এই ফেসপ্যাক বানাতে একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। তাতে এক থেকে দু'চামচ কর্নফ্লাওয়ার দিন। মিশ্রণটি ভাল করে গুলে ত্বকে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)

6 / 8
পাশাপাশি ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ও বেসনের ফেসপ্যাক। ত্বককে হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে এই ফেসপ্যাক।  (ছবি:Pinterest)

পাশাপাশি ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ও বেসনের ফেসপ্যাক। ত্বককে হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে এই ফেসপ্যাক। (ছবি:Pinterest)

7 / 8
এ ছাড়া ট্যান তুলতে ব্যবহার করতে পারেন ওটমিল, মধু ও কর্নফ্লাওয়ারের স্ক্রাব। এটি বানাতে একটি বাটিতে ওটসের গুঁড়ো নিন। তাতে মধু ও কর্নফ্লাওয়ার দিন। মিশ্রণটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। কাজ হবে। (ছবি:Pinterest)

এ ছাড়া ট্যান তুলতে ব্যবহার করতে পারেন ওটমিল, মধু ও কর্নফ্লাওয়ারের স্ক্রাব। এটি বানাতে একটি বাটিতে ওটসের গুঁড়ো নিন। তাতে মধু ও কর্নফ্লাওয়ার দিন। মিশ্রণটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। কাজ হবে। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: