রান্না ঘরের নিত্য সঙ্গী তেলের শিশি। আর রান্না ঘরে থাকা বেশির ভাগ জিনিসই তেল চিটচিটে হয়ে যায়।
বিশেষ করে তেলচিটে হলে যায় তেলের শিশি। তাতে ময়লাও জমে তাড়াতাড়ি। সব মিলিয়ে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হয়।
জানুন কীভাবে পরিষ্কার করলে পরিষ্কার থাকবে শিশি। শিশি পরিষ্কার করতে প্রথমেই গরম জলে শিশিগুলি ডুবিয়ে রেখে দিন। এতে অতিরিক্ত তেল বেড়িয়ে যাবে।
এবার জল থেকে তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই দূর হবে তেল। এছাড়া ব্যবহার করতে পারেন তোয়ালেও।
বাসন মাজার তরল সাবান দিয়ে পরিষ্কার করলেও কাজ হবে। তরল সাবান দিয়ে প্রথমে ঘষে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
এছাড়া ব্যবহার করতে পারেন লেবু জল ও ভিনিগার। একটি পাত্রে জল নিন তাতে ভিনিগার ও লেবুর রস মেশান। এরপর এতে শিশিগুলো ডুবিয়ে রাখুন।
বেকিং সোডাতেও দারুণ কাজ হয়। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে কয়েক চামচ বেকিং সোডা দিন। এবার তাতে শিশিগুলো ডুবিয়ে দিন।
কিছুক্ষণ রেখে জল থেকে তুলে ঘষে নিন। ব্রাশ দিয়ে ঘষে নিলে আরও তাড়াতাড়ি কাজ হবে। দেখবেন ঝকঝক করবে শিশি।