Bindi Allergy: টিপ পরলে অ্যালার্জি হয়? মেনে চলুন কয়েকটি ঘরোয়া উপায়

Allergy Care: এই জন্য় নিমপাতা গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এরপর এটি কপালে লাগিয়ে নিন। দেখবেন আর কোনও সমস্য়া হবে না।এছাড়া এই অ্যালার্জির সমস্যা হলে নিম পাতা ও হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন।নিম ও হলুদ ভাল কাজ করে।

| Edited By: | Updated on: Oct 02, 2023 | 9:30 AM
ভারতীয় মহিলাদের সাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ। লাল টিপ ছাড়া সম্পূর্ণ হয় না বাঙালি বউদের সাজ। এছাড়া কালো বা অন্যান্য টিপ তো আছেই।

ভারতীয় মহিলাদের সাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ। লাল টিপ ছাড়া সম্পূর্ণ হয় না বাঙালি বউদের সাজ। এছাড়া কালো বা অন্যান্য টিপ তো আছেই।

1 / 8
তবে টিপ পরলে অনেকেরই  অ্যালার্জি হয়। তবে তা বলে কি টিপ পরা যাবে না, তা হয় নাকি? তাই এমন কিছু উপায় বের করুন যাতে টিপ পরলে কোনও সমস্যা হবে না।

তবে টিপ পরলে অনেকেরই অ্যালার্জি হয়। তবে তা বলে কি টিপ পরা যাবে না, তা হয় নাকি? তাই এমন কিছু উপায় বের করুন যাতে টিপ পরলে কোনও সমস্যা হবে না।

2 / 8
টিপ পরার কারণে বিশেষ করে কপালের মাঝে চুলকানি হয়। যদি আপনারও এমনটা হয়, তাহলে রাতে শুতে যাওয়ার আগে কপালে অ্যালোভেরা জেল লাগান। এতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। যা চুলকানির সমস্যা মেটায়।

টিপ পরার কারণে বিশেষ করে কপালের মাঝে চুলকানি হয়। যদি আপনারও এমনটা হয়, তাহলে রাতে শুতে যাওয়ার আগে কপালে অ্যালোভেরা জেল লাগান। এতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। যা চুলকানির সমস্যা মেটায়।

3 / 8
এছাড়া একইভাবে লাগাতে পারেন নারকেল তেলও। হাতের তালুতে কিছুটা নারকেল তেল নিয়ে মালিশ করে নিন। দেখবেন টিপ পড়ার সময় আর কোনও অসুবিধা হবে না।

এছাড়া একইভাবে লাগাতে পারেন নারকেল তেলও। হাতের তালুতে কিছুটা নারকেল তেল নিয়ে মালিশ করে নিন। দেখবেন টিপ পড়ার সময় আর কোনও অসুবিধা হবে না।

4 / 8
টিপ পড়লে যদি অ্যালার্জি হয় তাহলে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজারও। টিপ পরার আগে সেই স্থানে একটু নিয়মিত ব্যবহাররে ময়েশ্চারাইজার নিয়ে ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

টিপ পড়লে যদি অ্যালার্জি হয় তাহলে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজারও। টিপ পরার আগে সেই স্থানে একটু নিয়মিত ব্যবহাররে ময়েশ্চারাইজার নিয়ে ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

5 / 8
যদি টিপ পরলে মারাত্মক অ্যালার্জি হয় তাহলে সিঁদুর দিয়ে টিপ পড়ুন। নইলে কাজল দিয়েও পরতে পারেন। এতে কোনও রকমের সমস্যা হবে না। কারণ টিপের আঠা থেকেই মূলত এই সমস্যাটা হয়।

যদি টিপ পরলে মারাত্মক অ্যালার্জি হয় তাহলে সিঁদুর দিয়ে টিপ পড়ুন। নইলে কাজল দিয়েও পরতে পারেন। এতে কোনও রকমের সমস্যা হবে না। কারণ টিপের আঠা থেকেই মূলত এই সমস্যাটা হয়।

6 / 8
এছাড়া এই অ্যালার্জির সমস্যা হলে নিম পাতা ও হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। নিম ও হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। ফলে অ্যালার্জির সমস্যা দূর হবে।

এছাড়া এই অ্যালার্জির সমস্যা হলে নিম পাতা ও হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। নিম ও হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। ফলে অ্যালার্জির সমস্যা দূর হবে।

7 / 8
এই জন্য় নিমপাতা গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এরপর এটি কপালে লাগিয়ে নিন। দেখবেন আর কোনও সমস্য়া হবে না।

এই জন্য় নিমপাতা গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এরপর এটি কপালে লাগিয়ে নিন। দেখবেন আর কোনও সমস্য়া হবে না।

8 / 8
Follow Us: