চটজলদি রান্নার আশায় এসব জিনিস ভুলেও দেবেন না মিক্সার গ্রাইন্ডারে!
Mixer Grinder Safety Tips: আজকাল ব্যস্ততার কারণে রান্নাঘরের অনেক পুরনো পন্থাই পাল্টে গিয়েছে। আগে যে কাজ শিলনোড়ায় হয়ে যেত, তার জন্য এখন মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হয়। বহু মানুষই এখন মিক্সার গ্রাইন্ডার ছাড়া চিন্তাই করতে পারেন না। তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম কতজনই বা জানে! এমন কিছু জিনিস আছে, যা ভুল করেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়া উচিত নয়।
Most Read Stories