Copper Utensils: তামার বাসন কালো হয়ে গিয়েছে? ঝকঝকে করুন এভাবে

Cleaning Tips: এছাড়া ব্যবহার করতে পারেন তেঁতুলও। তামার বাসন তেঁতুল ঘষে মাজলে দারুণ পরিষ্কার হয়। পাকা তেঁতুল নিয়ে বাসনে ঘষে ধুয়ে দেখুন। জেল্লা ফিরে পাবে তামার বাসন।

| Edited By: | Updated on: Aug 19, 2023 | 4:34 PM
আদিযুগ থেকে বাঙালির হেঁশেলে ব্যবহার হয়ে আসছে তামার বাসন। তামার বাসনে খাবার খাওয়ার উপকারিতাও রয়েছে। তবে এখন খুব একটা এই বাসনের ব্যবহার হয় না।

আদিযুগ থেকে বাঙালির হেঁশেলে ব্যবহার হয়ে আসছে তামার বাসন। তামার বাসনে খাবার খাওয়ার উপকারিতাও রয়েছে। তবে এখন খুব একটা এই বাসনের ব্যবহার হয় না।

1 / 8
তবে পুজোর কাজে অনেক বাড়িতেই তামার বাসন ব্যবহার করেন। আর এই বাসন তুলে রাখলে অনেক সময়ই কালো হয়ে যায়।

তবে পুজোর কাজে অনেক বাড়িতেই তামার বাসন ব্যবহার করেন। আর এই বাসন তুলে রাখলে অনেক সময়ই কালো হয়ে যায়।

2 / 8
আবার অনেকসময় ব্যবহারের ফলেও জেল্লা হারায় তামার বাসন। তবে উপায় আছে যা মানলে তামার বাসন হবে ঝকঝকে সুন্দর।

আবার অনেকসময় ব্যবহারের ফলেও জেল্লা হারায় তামার বাসন। তবে উপায় আছে যা মানলে তামার বাসন হবে ঝকঝকে সুন্দর।

3 / 8
তামার বাসন মাজতে ব্যবহার করুন ভিনিগার ও লেবু। লেবু টুকরো করে নিন তাতে একটু ভিনিগার দিয়ে বাসন ভাল করে ঘষে নিন।

তামার বাসন মাজতে ব্যবহার করুন ভিনিগার ও লেবু। লেবু টুকরো করে নিন তাতে একটু ভিনিগার দিয়ে বাসন ভাল করে ঘষে নিন।

4 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন কেচাপ। বিশ্বাস হচ্ছে না তো? তবে সত্যিঅ কেচাপ দিয়ে বাসন মাজলে ঝকঝকে হবে। সামান্য কেচাপ নিন তা দিয়ে বাসন মেজে নিন।

এছাড়া ব্যবহার করতে পারেন কেচাপ। বিশ্বাস হচ্ছে না তো? তবে সত্যিঅ কেচাপ দিয়ে বাসন মাজলে ঝকঝকে হবে। সামান্য কেচাপ নিন তা দিয়ে বাসন মেজে নিন।

5 / 8
তামার বাসন পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন লেবু ও লবণও। একটা লেবুর টুকরো নিন তাতে সামান্য লবণ দিয়ে বাসন ঘষে নিন। ফল পাবেন।

তামার বাসন পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন লেবু ও লবণও। একটা লেবুর টুকরো নিন তাতে সামান্য লবণ দিয়ে বাসন ঘষে নিন। ফল পাবেন।

6 / 8
আরও ব্যবহার করতে পারেন ভিনিগার ও লবণ। ভিনিগারের সঙ্গে লবণ মেশান তা দিয়ে তামার বাসন ঘষে পরিষ্কার করে নিন তাহলেই কাজ হবে।

আরও ব্যবহার করতে পারেন ভিনিগার ও লবণ। ভিনিগারের সঙ্গে লবণ মেশান তা দিয়ে তামার বাসন ঘষে পরিষ্কার করে নিন তাহলেই কাজ হবে।

7 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন তেঁতুলও। তামার বাসন তেঁতুল ঘষে মাজলে দারুণ পরিষ্কার হয়। পাকা তেঁতুল নিয়ে বাসনে ঘষে ধুয়ে দেখুন। জেল্লা ফিরে পাবে তামার বাসন।

এছাড়া ব্যবহার করতে পারেন তেঁতুলও। তামার বাসন তেঁতুল ঘষে মাজলে দারুণ পরিষ্কার হয়। পাকা তেঁতুল নিয়ে বাসনে ঘষে ধুয়ে দেখুন। জেল্লা ফিরে পাবে তামার বাসন।

8 / 8
Follow Us: