Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neem soap: শীতে ত্বকের যত্নের পাশাপাশি খোশ পাঁজরা সব জব্দ হবে বাড়িতে বানানো এই নিম সাবানের গুণে

Homemade soap: শুধুমাত্র ত্বকের জন্য নয়। পেটের জন্যেও খুব উপকারী হল নিমের পাতা। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে। আর তাই নিমপাতা ফুটিয়ে সেই জল ছেঁকে খেলে পেটের যে কোনও সমস্যা সহজেই দূর হয়ে যায় পাশাপাশি পেটের কোনও ব্যথাও থাকে না

| Edited By: | Updated on: Jan 25, 2024 | 8:30 AM
নিমের গুণাগুণ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। একাধিক উপকারে লাগে এই নিম। নিমের এমন ঔষধি গুণ রয়েছে যে, এটি শরীরের রক্ত সম্পূর্ণরূপে পরিষ্কার করে। এটি রক্ত থেকে টক্সিন বের করে রক্তকে ডিটক্সিফাই করে। রক্ত পরিষ্কার থাকলে শরীরও ভাল থাকে

নিমের গুণাগুণ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। একাধিক উপকারে লাগে এই নিম। নিমের এমন ঔষধি গুণ রয়েছে যে, এটি শরীরের রক্ত সম্পূর্ণরূপে পরিষ্কার করে। এটি রক্ত থেকে টক্সিন বের করে রক্তকে ডিটক্সিফাই করে। রক্ত পরিষ্কার থাকলে শরীরও ভাল থাকে

1 / 8
দিন দিন বাড়িতে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এক্ষেত্রেও কাজে আসে নিম। সকালে খালি পেটে নিম পাতা খেলে শরীর থাকে সুস্থ। কোনও রকম সমস্যা আসে না

দিন দিন বাড়িতে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এক্ষেত্রেও কাজে আসে নিম। সকালে খালি পেটে নিম পাতা খেলে শরীর থাকে সুস্থ। কোনও রকম সমস্যা আসে না

2 / 8
শুধুমাত্র ত্বকের জন্য নয়। পেটের জন্যেও খুব উপকারী হল নিমের পাতা। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে। আর তাই নিমপাতা ফুটিয়ে সেই জল ছেঁকে খেলে পেটের যে কোনও সমস্যা সহজেই দূর হয়ে যায় পাশাপাশি পেটের কোনও ব্যথাও থাকে না

শুধুমাত্র ত্বকের জন্য নয়। পেটের জন্যেও খুব উপকারী হল নিমের পাতা। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে। আর তাই নিমপাতা ফুটিয়ে সেই জল ছেঁকে খেলে পেটের যে কোনও সমস্যা সহজেই দূর হয়ে যায় পাশাপাশি পেটের কোনও ব্যথাও থাকে না

3 / 8
নিম পাতায় রয়েছে অনেক ধরনের ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি সর্দি-কাশির নিরাময়েও সাহায্য করে। আর ত্বকের যত্ন নিতে এই নিমের গুরুত্ব অপরিসীম

নিম পাতায় রয়েছে অনেক ধরনের ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি সর্দি-কাশির নিরাময়েও সাহায্য করে। আর ত্বকের যত্ন নিতে এই নিমের গুরুত্ব অপরিসীম

4 / 8
যে কোনও দাগ ছোপ, ফুসকুড়ির সমস্যা থেকে রেহাই দিতে পারে নিমপাতা। জলে নিমপাতা ফুটিয়ে তা স্নানের জলে মিশিয়ে স্নান করলে কোনও রকম ত্বকের সমস্যা আসে না। ত্বকের কালচে ভাবও খুব সহজে দূর করা যায় এই নিমপাতার জলে স্নান করলে

যে কোনও দাগ ছোপ, ফুসকুড়ির সমস্যা থেকে রেহাই দিতে পারে নিমপাতা। জলে নিমপাতা ফুটিয়ে তা স্নানের জলে মিশিয়ে স্নান করলে কোনও রকম ত্বকের সমস্যা আসে না। ত্বকের কালচে ভাবও খুব সহজে দূর করা যায় এই নিমপাতার জলে স্নান করলে

5 / 8
অনেকে নিমপাতা, কাঁচাহলুদ একসঙ্গে বেটে মুখে লাগান। এতে ব্ৎমর সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। বাজার চলতি যে কোনও ফেসওয়াশ বা ক্রিমের চাইতে এই নিম সাবান অনেক বেশি ভাল। আর বাড়িতে বানিয়ে নিলে তো কথাই নেই

অনেকে নিমপাতা, কাঁচাহলুদ একসঙ্গে বেটে মুখে লাগান। এতে ব্ৎমর সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। বাজার চলতি যে কোনও ফেসওয়াশ বা ক্রিমের চাইতে এই নিম সাবান অনেক বেশি ভাল। আর বাড়িতে বানিয়ে নিলে তো কথাই নেই

6 / 8
শীতের দিনে নিম সাবান আদর্শ। একবাটি ফ্রেশ নিমপাতা নিয়ে ভাল করে ধুয়ে নিয়ে মিক্সিতে পিষে নিন। খুব সামান্য জল দিয়ে তা বেটে নিতে হবে। গ্লিসারিন সাবান ছোট ছোট টুকরো করে কেটে বাটিতে গলিয়ে নিতে হবে

শীতের দিনে নিম সাবান আদর্শ। একবাটি ফ্রেশ নিমপাতা নিয়ে ভাল করে ধুয়ে নিয়ে মিক্সিতে পিষে নিন। খুব সামান্য জল দিয়ে তা বেটে নিতে হবে। গ্লিসারিন সাবান ছোট ছোট টুকরো করে কেটে বাটিতে গলিয়ে নিতে হবে

7 / 8
সাবানের মধ্যে নিমপাতার পেস্ট গরম অবস্থাতেই ভাল করে মেশাতে হবে। এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। এবার সিলিকন মোল্ডে এই সাবানের মিশ্রণ ঢেলে সাধারণ তাপমাত্রাতেই ২ ঘন্টা রেখে দিন। এতেই সাবান বসে যাবে। বাড়িতে তৈরি ভেজাল মুক্ত নিম সাবান তৈরি, এই সাবান নিয়মিত ব্যবহার করলে ত্বক ভাল থাকবে

সাবানের মধ্যে নিমপাতার পেস্ট গরম অবস্থাতেই ভাল করে মেশাতে হবে। এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। এবার সিলিকন মোল্ডে এই সাবানের মিশ্রণ ঢেলে সাধারণ তাপমাত্রাতেই ২ ঘন্টা রেখে দিন। এতেই সাবান বসে যাবে। বাড়িতে তৈরি ভেজাল মুক্ত নিম সাবান তৈরি, এই সাবান নিয়মিত ব্যবহার করলে ত্বক ভাল থাকবে

8 / 8
Follow Us: