Shampoo: রোজ শ্যাম্পু করলে কি চুল নষ্ট হয়ে যায়? ভুল করে বসার আগে জেনে নিন

Hair Care Tips: শ্যাম্পুর কাজ হল স্ক্যাল্প ও চুল থেকে ময়লা, জীবাণু, তেল পরিষ্কার করা। কেউ রোজ শ্যাম্পু করেন। আবার কেউ সপ্তাহে দু'দিন। কিন্তু আপনার চুলের ক'দিন শ্যাম্পু করা প্রয়োজন তা কি জানেন? এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে বসেন।

| Updated on: Jul 18, 2024 | 4:04 PM
কেউ রোজ শ্যাম্পু করেন। আবার কেউ সপ্তাহে দু'দিন। কিন্তু আপনার চুলের ক'দিন শ্যাম্পু করা প্রয়োজন তা কি জানেন? এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে বসেন।

কেউ রোজ শ্যাম্পু করেন। আবার কেউ সপ্তাহে দু'দিন। কিন্তু আপনার চুলের ক'দিন শ্যাম্পু করা প্রয়োজন তা কি জানেন? এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে বসেন।

1 / 8
শ্যাম্পুর কাজ হল স্ক্যাল্প ও চুল থেকে ময়লা, জীবাণু, তেল পরিষ্কার করা। চুল চিটচিটে হয়ে গেলেই বুঝতে পারেন যে এবার শ্যাম্পু করা দরকার। কিন্তু সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা অনেকে জানেন না।

শ্যাম্পুর কাজ হল স্ক্যাল্প ও চুল থেকে ময়লা, জীবাণু, তেল পরিষ্কার করা। চুল চিটচিটে হয়ে গেলেই বুঝতে পারেন যে এবার শ্যাম্পু করা দরকার। কিন্তু সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা অনেকে জানেন না।

2 / 8
অনেকের ধারণা প্রতিদিন শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়। আবার অনেকে মনে করেন, সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করলেই চুল ভাল থাকে। কিন্তু আসল সত্য কোনটা? চলুন জেনে নেওয়া যাক।

অনেকের ধারণা প্রতিদিন শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়। আবার অনেকে মনে করেন, সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করলেই চুল ভাল থাকে। কিন্তু আসল সত্য কোনটা? চলুন জেনে নেওয়া যাক।

3 / 8
কাজের জন্য যাঁদের প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, তাঁরা যদি রোজ শ্যাম্পু করেন, তাতে কোনও ক্ষতি নেই। একইভাবে, যাঁরা প্রত্যেকদিন শরীরচর্চা করেন, ঘাম ঝরান তাঁরাও রোজ শ্যাম্পু করতে পারেন। 

কাজের জন্য যাঁদের প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, তাঁরা যদি রোজ শ্যাম্পু করেন, তাতে কোনও ক্ষতি নেই। একইভাবে, যাঁরা প্রত্যেকদিন শরীরচর্চা করেন, ঘাম ঝরান তাঁরাও রোজ শ্যাম্পু করতে পারেন। 

4 / 8
আপনার স্ক্যাল্প যদি অত্যধিক তৈলাক্ত হয়, একদিন শ্যাম্পু না করলেই মাথার ত্বক চুলকাতে থাকে কিংবা চিটচিটে হয়ে ওঠে, তাহলে রোজ শ্যাম্পু করতেই পারেন। এতে চুলের কোনও ক্ষতি হয় না।

আপনার স্ক্যাল্প যদি অত্যধিক তৈলাক্ত হয়, একদিন শ্যাম্পু না করলেই মাথার ত্বক চুলকাতে থাকে কিংবা চিটচিটে হয়ে ওঠে, তাহলে রোজ শ্যাম্পু করতেই পারেন। এতে চুলের কোনও ক্ষতি হয় না।

5 / 8
আপনার চুল যদি অতিরিক্ত শুষ্ক হয়, ফ্রিজিনেসের সমস্যায় ভোগেন, তাহলে সপ্তাহে ১-২ দিন শ্যাম্পু করুন। একই সঙ্গে, এমন শ্যাম্পু ব্যবহার করুন যা স্ক্যাল্পে উপস্থিত প্রাকৃতিক তেল নষ্ট করে না এবং চুলের আর্দ্রতা বজায় রাখে।

আপনার চুল যদি অতিরিক্ত শুষ্ক হয়, ফ্রিজিনেসের সমস্যায় ভোগেন, তাহলে সপ্তাহে ১-২ দিন শ্যাম্পু করুন। একই সঙ্গে, এমন শ্যাম্পু ব্যবহার করুন যা স্ক্যাল্পে উপস্থিত প্রাকৃতিক তেল নষ্ট করে না এবং চুলের আর্দ্রতা বজায় রাখে।

6 / 8
কোঁকড়ানো চুলে হলে একেবারেই ঘন ঘন শ্যাম্পু করবেন না। সপ্তাহে দু'বার শ্যাম্পু করাই যথেষ্ট। কোঁকড়ানো চুলের জন্য বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। চেষ্টা করুন সেটাই ব্যবহার করার।

কোঁকড়ানো চুলে হলে একেবারেই ঘন ঘন শ্যাম্পু করবেন না। সপ্তাহে দু'বার শ্যাম্পু করাই যথেষ্ট। কোঁকড়ানো চুলের জন্য বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। চেষ্টা করুন সেটাই ব্যবহার করার।

7 / 8
সপ্তাহে একদিন হোক বা সাতদিন, শ্যাম্পু করার সময় খেয়াল রাখুন চুল ও স্ক্যাল্প যেন ভাল করে পরিষ্কার হয়। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। আর শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

সপ্তাহে একদিন হোক বা সাতদিন, শ্যাম্পু করার সময় খেয়াল রাখুন চুল ও স্ক্যাল্প যেন ভাল করে পরিষ্কার হয়। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। আর শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

8 / 8
Follow Us: