Excessive Sweating: রোদে বেরিয়ে ঘেমে-নেয়ে একশা? রোজের জীবনে ছোট্ট বদল কমিয়ে দেবে ঘাম ও দুর্গন্ধ
Sweat Control In Summer: গ্রীষ্মকাল এখনও আসেনি। কিন্তু শরীরে ঘাম হচ্ছে বৈশাখ মাসের মতোই। যত দিন এগোবে, গরম বাড়বে। তার সঙ্গে বাড়বে ঘামের পরিমাণ। অত্যধিক ঘাম কারওই ভাল লাগে না। আবার যদি ঘামের সঙ্গে দুর্গন্ধ ছাড়ে, আরও অতিষ্ঠ হয়ে যান। কীভাবে ঘাম নিঃসরণকে নিয়ন্ত্রণ করবেন? রইল সহজ টিপস।
Most Read Stories