Skin Care Product: এই ৫ প্রসাধনী ড্রেসি টেবিলে না রাখলে আপনার ত্বকেরই ক্ষতি

Essential Skin Care Tips: ত্বকের যত্নে যত কম রাসায়নিক উপাদান ব্যবহার করবেন, ততই ভাল। কিন্তু ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজারের বাইরে এমন ৫টি প্রসাধনী রয়েছে, যা রোজের জীবনে ব্যবহার করা দরকার। এগুলো ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং ত্বকের সমস্যা কমাতে সহায়ক।

| Updated on: Mar 29, 2024 | 9:15 AM
রোজকার জীবনে কমবেশি প্রসাধনী আমরা সকলেই ব্যবহার করি। অনেকেই এমন রয়েছেন, যারা বাজারে নতুন পণ্য এলেই কিনে ফেলেন। ব্যবহার করে দেখেন যে কতটা কার্যকরী। আবার অনেকের স্কিন কেয়ার প্রডাক্ট বলতে ক্লিনজিং ও ময়েশ্চারাইজার।

রোজকার জীবনে কমবেশি প্রসাধনী আমরা সকলেই ব্যবহার করি। অনেকেই এমন রয়েছেন, যারা বাজারে নতুন পণ্য এলেই কিনে ফেলেন। ব্যবহার করে দেখেন যে কতটা কার্যকরী। আবার অনেকের স্কিন কেয়ার প্রডাক্ট বলতে ক্লিনজিং ও ময়েশ্চারাইজার।

1 / 8
ত্বকের যত্ন নিতে গেলে কমবেশি প্রসাধনী ড্রেসিং টেবিলে রাখতেই হয়। যদিও আজকাল বাজারে ত্বকের ধরন, সমস্যা ও প্রয়োজনীয়তা অনুযায়ী সব ধরনের প্রসাধনী পাওয়া যায়। কিন্তু সব যে ব্যবহার করতেই হবে এমন কোনও কথা নেই।

ত্বকের যত্ন নিতে গেলে কমবেশি প্রসাধনী ড্রেসিং টেবিলে রাখতেই হয়। যদিও আজকাল বাজারে ত্বকের ধরন, সমস্যা ও প্রয়োজনীয়তা অনুযায়ী সব ধরনের প্রসাধনী পাওয়া যায়। কিন্তু সব যে ব্যবহার করতেই হবে এমন কোনও কথা নেই।

2 / 8
ত্বকের যত্নে যত কম রাসায়নিক উপাদান ব্যবহার করবেন, ততই ভাল। কিন্তু ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজারের বাইরে এমন ৫টি প্রসাধনী রয়েছে, যা রোজের জীবনে ব্যবহার করা দরকার। এগুলো ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং ত্বকের সমস্যা কমাতে সহায়ক। এই প্রডাক্টগুলো কী-কী, দেখে নিন এক নজরে।

ত্বকের যত্নে যত কম রাসায়নিক উপাদান ব্যবহার করবেন, ততই ভাল। কিন্তু ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজারের বাইরে এমন ৫টি প্রসাধনী রয়েছে, যা রোজের জীবনে ব্যবহার করা দরকার। এগুলো ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং ত্বকের সমস্যা কমাতে সহায়ক। এই প্রডাক্টগুলো কী-কী, দেখে নিন এক নজরে।

3 / 8
সানস্ক্রিন ছাড়া এক দিনও নয়। সানস্ক্রিন হোক সানস্প্রে, ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য এই প্রডাক্ট অপরিহার্য। যে কোনও ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। শুধু সানস্ক্রিন কেনার সময় এর এসপিএফ যাচাই করে নিন। 

সানস্ক্রিন ছাড়া এক দিনও নয়। সানস্ক্রিন হোক সানস্প্রে, ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য এই প্রডাক্ট অপরিহার্য। যে কোনও ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। শুধু সানস্ক্রিন কেনার সময় এর এসপিএফ যাচাই করে নিন। 

4 / 8
ত্বকের বয়স ও জৌলুস ধরে রাখতে ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি রাখলে এটি ত্বককে দূষণ, সূর্যালোক ও ক্ষয়ের হাত থেকে বাঁচায়। পাশাপাশি বলিরেখা, দাগছোপকে দূরে রাখে। 

ত্বকের বয়স ও জৌলুস ধরে রাখতে ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি রাখলে এটি ত্বককে দূষণ, সূর্যালোক ও ক্ষয়ের হাত থেকে বাঁচায়। পাশাপাশি বলিরেখা, দাগছোপকে দূরে রাখে। 

5 / 8
ত্বকের উপর চাপ কমাতে শিট মাস্ক ব্যবহার করুন। শিট মাস্কের ভিতর ৯% শতাংশ সিরাম রয়েছে। সপ্তাহে একটা করে শিট মাস্ক ব্যবহার করলেই আপনার ত্বক হাইড্রেট থাকবে। পাশাপাশি ত্বকের সমস্যা কমবে। 

ত্বকের উপর চাপ কমাতে শিট মাস্ক ব্যবহার করুন। শিট মাস্কের ভিতর ৯% শতাংশ সিরাম রয়েছে। সপ্তাহে একটা করে শিট মাস্ক ব্যবহার করলেই আপনার ত্বক হাইড্রেট থাকবে। পাশাপাশি ত্বকের সমস্যা কমবে। 

6 / 8
মানসিক চাপ, কাজের চাপ আর ত্বকের যত্ন নেওয়ার অভাব—এই সব কিছুর লক্ষণ দেখা যায় ডার্ক সার্কেল ও চোখের নীচের ফোলাভাব হিসেবে। এই দুই সমস্যাকে দূরে রাখতে রোজ রাতে আই ক্রিম ব্যবহার করুন। ভিটামিন কে ও হাইলুরনিক অ্যাসিড রয়েছে, এমন আই ক্রিম বেছে নিন। 

মানসিক চাপ, কাজের চাপ আর ত্বকের যত্ন নেওয়ার অভাব—এই সব কিছুর লক্ষণ দেখা যায় ডার্ক সার্কেল ও চোখের নীচের ফোলাভাব হিসেবে। এই দুই সমস্যাকে দূরে রাখতে রোজ রাতে আই ক্রিম ব্যবহার করুন। ভিটামিন কে ও হাইলুরনিক অ্যাসিড রয়েছে, এমন আই ক্রিম বেছে নিন। 

7 / 8
রাতই ত্বকের ক্ষয় নিরাময়ের সময়। ত্বককে হাইড্রেট রাখতে এবং কোষে পুষ্টি জোগাতে ওভারনাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শুষ্ক ত্বকের সমস্যা দূর করে এই পণ্য আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে। 

রাতই ত্বকের ক্ষয় নিরাময়ের সময়। ত্বককে হাইড্রেট রাখতে এবং কোষে পুষ্টি জোগাতে ওভারনাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শুষ্ক ত্বকের সমস্যা দূর করে এই পণ্য আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে। 

8 / 8
Follow Us: