চকোলেট না খেয়ে মুখে মাখুন, এই ন্যাচারাল ফেসিয়ালে ত্বক হবে চকচকে

Chocolate Facial: মাসে অন্তত একবার ফেসিয়াল করা দরকার। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়ে। আর ফেসিয়ালে যদি চকোলেট থাকে, তাহলে পাবেন দ্বিগুণ উপকারিতা। চকোলেট ফেসিয়াল ত্বকের প্রদাহ কমায়। কোকো বাটার মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে।

| Updated on: Feb 27, 2024 | 7:15 PM
মাসে অন্তত একবার ফেসিয়াল করা দরকার। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়ে। আর ফেসিয়ালে যদি চকোলেট থাকে, তাহলে পাবেন দ্বিগুণ উপকারিতা।

মাসে অন্তত একবার ফেসিয়াল করা দরকার। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়ে। আর ফেসিয়ালে যদি চকোলেট থাকে, তাহলে পাবেন দ্বিগুণ উপকারিতা।

1 / 8
চকোলেট ফেসিয়াল ত্বকের জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্টতে ভরপুর কোকো রয়েছে, যা ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং ত্বকে জেল্লা এনে দেয়। 

চকোলেট ফেসিয়াল ত্বকের জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্টতে ভরপুর কোকো রয়েছে, যা ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং ত্বকে জেল্লা এনে দেয়। 

2 / 8
চকোলেট ফেসিয়াল ত্বকের প্রদাহ কমায়। কোকো বাটার মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে। ত্বকের জ্বালাভাব, লালচে ভাব ও অস্বস্তি কমিয়ে দেয় এই ফেসিয়াল। বাড়িতেই করতে পারেন এই ফেসিয়াল।

চকোলেট ফেসিয়াল ত্বকের প্রদাহ কমায়। কোকো বাটার মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে। ত্বকের জ্বালাভাব, লালচে ভাব ও অস্বস্তি কমিয়ে দেয় এই ফেসিয়াল। বাড়িতেই করতে পারেন এই ফেসিয়াল।

3 / 8
রোজের ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। দেখে নিন, মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা ও তেল পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর পরিষ্কার তোয়ালে মুখ মুছে নিন। 

রোজের ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। দেখে নিন, মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা ও তেল পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর পরিষ্কার তোয়ালে মুখ মুছে নিন। 

4 / 8
ডার্ক চকোলেট গলিয়ে নিন। মাইক্রোওয়েভে ডার্ক চকোলেট গরম করে নিতে পারেন। এরপর ডার্ক চকোলেট ঘরের তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর এতে মধু ও টক দই মিশিয়ে দিন।

ডার্ক চকোলেট গলিয়ে নিন। মাইক্রোওয়েভে ডার্ক চকোলেট গরম করে নিতে পারেন। এরপর ডার্ক চকোলেট ঘরের তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর এতে মধু ও টক দই মিশিয়ে দিন।

5 / 8
মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং ময়েশ্চাইরাইজিং এফেক্ট রয়েছে। টক দইয়ের মধ্যে এক্সফোলিয়েটিং উপাদান রয়েছে, যা ত্বক থেকে মৃত কোষ তুলে দেয়।

মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং ময়েশ্চাইরাইজিং এফেক্ট রয়েছে। টক দইয়ের মধ্যে এক্সফোলিয়েটিং উপাদান রয়েছে, যা ত্বক থেকে মৃত কোষ তুলে দেয়।

6 / 8
এবার এই চকোলেট ফেসপ্যাক মুখ ও গলায় মেখে নিন। এবার ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে মুখে স্ক্রাব ক্রুন। এটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে এবং এক্সফোলিয়েট করবে। 

এবার এই চকোলেট ফেসপ্যাক মুখ ও গলায় মেখে নিন। এবার ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে মুখে স্ক্রাব ক্রুন। এটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে এবং এক্সফোলিয়েট করবে। 

7 / 8
ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিন। শেষে পছন্দের ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি ত্বক হয়ে উঠতে নরম ও কোমল। 

ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিন। শেষে পছন্দের ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি ত্বক হয়ে উঠতে নরম ও কোমল। 

8 / 8
Follow Us: