চকোলেট না খেয়ে মুখে মাখুন, এই ন্যাচারাল ফেসিয়ালে ত্বক হবে চকচকে
Chocolate Facial: মাসে অন্তত একবার ফেসিয়াল করা দরকার। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়ে। আর ফেসিয়ালে যদি চকোলেট থাকে, তাহলে পাবেন দ্বিগুণ উপকারিতা। চকোলেট ফেসিয়াল ত্বকের প্রদাহ কমায়। কোকো বাটার মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে।
Most Read Stories