Clothes Care: বর্ষায় জামাকাপড়ে দুর্গন্ধ? জেনে নিন সহজ কিছু টিপস

Monsoon Tips: জামাকাপড় না শোকানোর জন্যই গন্ধ হয়। তাই বর্ষায় জামাকাপড় না শোকালে ফ্যানের সামনে জামা মেলে রাখুন। তাহেলও গন্ধ ছড়াবে না। এছাড়া আজকাল বাজারে প্রচুর সুগন্ধি ডিটারজেন্ট পাওয়া যায়। যা দিয়ে জামাকাপড় কাচলে সুন্দর গন্ধ বের হয়। এই নিয়মগুলি মেনে চলুন তাহলেই মুক্তি পাবেন।

| Edited By: | Updated on: Aug 29, 2023 | 1:46 PM
বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করতে কার না ভাল লাগে বলুন তো। তবে বর্ষার কিছু সমস্যাও রয়েছে। যার সঙ্গে আপনিও মিল খুঁজে পাবেন।

বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করতে কার না ভাল লাগে বলুন তো। তবে বর্ষার কিছু সমস্যাও রয়েছে। যার সঙ্গে আপনিও মিল খুঁজে পাবেন।

1 / 8
এর সবচেয়ে বড় সমস্যা হল জামাকাপড়ে বিশ্রী গন্ধ। কারণ বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে জামাকাপড় ভালভাবে শোকায় না।

এর সবচেয়ে বড় সমস্যা হল জামাকাপড়ে বিশ্রী গন্ধ। কারণ বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে জামাকাপড় ভালভাবে শোকায় না।

2 / 8
ফলে জামাকাপড় থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তবে উপায় আছে যা মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ফলে জামাকাপড় থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তবে উপায় আছে যা মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

3 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লেবু। জামাকাপড় ধোয়ার জলে একটু লেবু চিপে দিয়ে দিন। এবার তাতে জামাকাপড় ধুয়ে নিন।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লেবু। জামাকাপড় ধোয়ার জলে একটু লেবু চিপে দিয়ে দিন। এবার তাতে জামাকাপড় ধুয়ে নিন।

4 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগারও। জামাকাপড় ধোয়ার জলে কয়েক চামচ ভিনিগার মিশিয়ে দিন। এবার তাতে জামাকাপড় ডুবিয়ে ধুয়ে নিন। ফল পাবেন।

এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগারও। জামাকাপড় ধোয়ার জলে কয়েক চামচ ভিনিগার মিশিয়ে দিন। এবার তাতে জামাকাপড় ডুবিয়ে ধুয়ে নিন। ফল পাবেন।

5 / 8
জামাকাপড়েরর দুর্গন্ধ দূর করতে ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন। এর জন্য জামাকাপড়ের মাঝে ন্যাপথলিন দিয়ে রাখুন।

জামাকাপড়েরর দুর্গন্ধ দূর করতে ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন। এর জন্য জামাকাপড়ের মাঝে ন্যাপথলিন দিয়ে রাখুন।

6 / 8
এছাড়া আজকাল বাজারে প্রচুর সুগন্ধি ডিটারজেন্ট পাওয়া যায়। যা দিয়ে জামাকাপড় কাচলে সুন্দর গন্ধ বের হয়।

এছাড়া আজকাল বাজারে প্রচুর সুগন্ধি ডিটারজেন্ট পাওয়া যায়। যা দিয়ে জামাকাপড় কাচলে সুন্দর গন্ধ বের হয়।

7 / 8
জামাকাপড় না শোকানোর জন্যই গন্ধ হয়। তাই বর্ষায় জামাকাপড় না শোকালে ফ্যানের সামনে জামা মেলে রাখুন। তাহলেও গন্ধ ছড়াবে না।

জামাকাপড় না শোকানোর জন্যই গন্ধ হয়। তাই বর্ষায় জামাকাপড় না শোকালে ফ্যানের সামনে জামা মেলে রাখুন। তাহলেও গন্ধ ছড়াবে না।

8 / 8
Follow Us: