Hair Care: মীরা কপুরের ঘন, রেশমি চুলের রহস্য লুকিয়ে কোন তেলে? ফাঁস করলেন শাহিদ-জায়া

মীরা জানান চুলের জন্য আয়ুর্বেদ বেশি পছন্দ তাঁর। চুলে মাখার তেল নিজে বানান তিনি। তাঁর ঘন কালো চুলের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুলের তেলে।

| Updated on: Jul 22, 2024 | 7:53 PM
নায়িকা না হলেও,বলি-নায়িকাদের থেকে কোনও অংশে কম নন তিনি। তিনি হলেন শাহিদ কপুরের স্ত্রী মীরা রাজপুত। চুল থেকে ত্বক তাঁর সৌন্দর্যে মোহিত এমন সংখ্যা নেহাত কম নয়।

নায়িকা না হলেও,বলি-নায়িকাদের থেকে কোনও অংশে কম নন তিনি। তিনি হলেন শাহিদ কপুরের স্ত্রী মীরা রাজপুত। চুল থেকে ত্বক তাঁর সৌন্দর্যে মোহিত এমন সংখ্যা নেহাত কম নয়।

1 / 8
মীরার সাজ পোশাক থেকে মেকআপ তাই নিয়েও চর্চা কম হয় না। তাঁর অনুরাগীদের সেই নিয়ে কৌতুহলের শেষ নেই।

মীরার সাজ পোশাক থেকে মেকআপ তাই নিয়েও চর্চা কম হয় না। তাঁর অনুরাগীদের সেই নিয়ে কৌতুহলের শেষ নেই।

2 / 8
এবার নিজেই সমাজমাধ্যমে রূপচর্চা নিয়ে মুখ খুলেছেন মীরা। তাঁর ঘন কালো চুলের রহস্য কী? কী করেন তিনি? জানিয়েছেন নিজেই।

এবার নিজেই সমাজমাধ্যমে রূপচর্চা নিয়ে মুখ খুলেছেন মীরা। তাঁর ঘন কালো চুলের রহস্য কী? কী করেন তিনি? জানিয়েছেন নিজেই।

3 / 8
মীরা জানান চুলের জন্য আয়ুর্বেদ বেশি পছন্দ তাঁর। চুলে মাখার তেল নিজে বানান তিনি। তাঁর ঘন কালো চুলের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুলের তেলে।

মীরা জানান চুলের জন্য আয়ুর্বেদ বেশি পছন্দ তাঁর। চুলে মাখার তেল নিজে বানান তিনি। তাঁর ঘন কালো চুলের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুলের তেলে।

4 / 8
জবার তেল বানাতে প্রথমে নিয়ে নিন জবা ফুল ২-৩টি,কারি পাতা ৩-৪টি, নারকেল তেল ৩-৪ চা চামচ, মেথি ১ চা চামচ, আমলকী পাউডার ১ চা চামচ, নিম পাতা ২-৩টি এবং সজনে পাতা ২-৩টি।

জবার তেল বানাতে প্রথমে নিয়ে নিন জবা ফুল ২-৩টি,কারি পাতা ৩-৪টি, নারকেল তেল ৩-৪ চা চামচ, মেথি ১ চা চামচ, আমলকী পাউডার ১ চা চামচ, নিম পাতা ২-৩টি এবং সজনে পাতা ২-৩টি।

5 / 8
এবার জবা ফুল ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মিক্সিতে দিয়ে মিহি একটি পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল নিয়ে ফোটাতে থাকুন। খানিক্ষণ পরে জবা ফুলের পেস্ট দিয়ে, মেথি, আমলকীর পাউডার ও কারি পাতা দিয়ে ফুটতে দিন।

এবার জবা ফুল ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মিক্সিতে দিয়ে মিহি একটি পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রে নারকেল তেল নিয়ে ফোটাতে থাকুন। খানিক্ষণ পরে জবা ফুলের পেস্ট দিয়ে, মেথি, আমলকীর পাউডার ও কারি পাতা দিয়ে ফুটতে দিন।

6 / 8
মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে যোগ করুন নিম ও সজনে পাতা। নিমের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। সজনে পাতায় আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে যোগ করুন নিম ও সজনে পাতা। নিমের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। সজনে পাতায় আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।

7 / 8
মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দিন। এবার নিজের সময়মত অল্প অল্প করে হাতে নিয়ে চুলের গোড়া থেকে ডগায় ভাল করে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পড়ে শ্যাম্পু করে নিন। ভেষজ শ্যাম্পু ব্যবহার করলে আরও ভাল।

মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দিন। এবার নিজের সময়মত অল্প অল্প করে হাতে নিয়ে চুলের গোড়া থেকে ডগায় ভাল করে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পড়ে শ্যাম্পু করে নিন। ভেষজ শ্যাম্পু ব্যবহার করলে আরও ভাল।

8 / 8
Follow Us: