Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দু’গালের অবাঞ্চিত রোম তুলতে যখন রেজ়ারই ভরসা, এই ৪ টোটকা না মানলেই নয়

Facial Razor Using Tips: হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে রোমের আধিক্য দেখা যায়। কিন্তু এই অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো সরিয়ে ফেলতেই হয়। আজকাল অনেকেই ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তোলেন। কিন্তু অনেকেই র‍্যাশের ভয়ে পিছপা হন। তার সঙ্গে ব্যথারও ভয় থাকে। তাই ভরসা রেজ়ার। 

| Updated on: Feb 14, 2024 | 12:14 PM
আইব্রো সেট থাকলে মুখও সুন্দর দেখায়। তাই নিয়ম করে পার্লারে যান থ্রেডিং করাতে। ঠোঁটের উপর অবাঞ্চিত রোম তুলতেও কেউ কেউ থ্রেডিং-এর সাহায্য নেন। আবার কেউ ওয়াক্সিং করান। কিন্তু দু'গালে রোম তোলেন কীভাবে?

আইব্রো সেট থাকলে মুখও সুন্দর দেখায়। তাই নিয়ম করে পার্লারে যান থ্রেডিং করাতে। ঠোঁটের উপর অবাঞ্চিত রোম তুলতেও কেউ কেউ থ্রেডিং-এর সাহায্য নেন। আবার কেউ ওয়াক্সিং করান। কিন্তু দু'গালে রোম তোলেন কীভাবে?

1 / 8
আজকাল অনেকেই ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তোলেন। কিন্তু অনেকেই র‍্যাশের ভয়ে পিছপা হন। তার সঙ্গে ব্যথারও ভয় থাকে। তাই ভরসা রেজ়ার। 

আজকাল অনেকেই ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তোলেন। কিন্তু অনেকেই র‍্যাশের ভয়ে পিছপা হন। তার সঙ্গে ব্যথারও ভয় থাকে। তাই ভরসা রেজ়ার। 

2 / 8
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে রোমের আধিক্য দেখা যায়। কিন্তু এই অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো সরিয়ে ফেলতে ওয়াক্সিং, থ্রেডিংয়ের সাহায্য নিতে হয়। আবার কেউ কেউ রেজ়ারও ব্যবহার করেন।

হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে রোমের আধিক্য দেখা যায়। কিন্তু এই অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো সরিয়ে ফেলতে ওয়াক্সিং, থ্রেডিংয়ের সাহায্য নিতে হয়। আবার কেউ কেউ রেজ়ারও ব্যবহার করেন।

3 / 8
মুখের উপর রেজ়ার টানলে র‍্যাশ বেরোবেই। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গেই রেজ়ার ব্যবহার করতে হবে। রেজ়ার ব্যবহারের আগে এবং পরে কী-কী করবেন আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন।

মুখের উপর রেজ়ার টানলে র‍্যাশ বেরোবেই। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গেই রেজ়ার ব্যবহার করতে হবে। রেজ়ার ব্যবহারের আগে এবং পরে কী-কী করবেন আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন।

4 / 8
মুখের রোম তোলার জন্য ভাল মানের রেজ়ার ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের ফেসিয়াল রেজ়ার পাওয়া যায়। রিভিউ দেখে সেরাটা কিনে নিন। আর তাড়াহুড়ো করে মুখে রেজ়ার টানবেন না। কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 

মুখের রোম তোলার জন্য ভাল মানের রেজ়ার ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের ফেসিয়াল রেজ়ার পাওয়া যায়। রিভিউ দেখে সেরাটা কিনে নিন। আর তাড়াহুড়ো করে মুখে রেজ়ার টানবেন না। কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 

5 / 8
রেজ়ার ব্যবহারের আগে ভাল করে মুখ ধুয়ে নিন। মেকআপ থেকে ধুলো-ময়লা, ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর মুখে ফেস সিরাম বা ভাল মানের ময়েশ্চারাইজার মেখে নিন। এতে রেজ়ার চালাতে সুবিধা হবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।

রেজ়ার ব্যবহারের আগে ভাল করে মুখ ধুয়ে নিন। মেকআপ থেকে ধুলো-ময়লা, ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর মুখে ফেস সিরাম বা ভাল মানের ময়েশ্চারাইজার মেখে নিন। এতে রেজ়ার চালাতে সুবিধা হবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।

6 / 8
রোমের অভিমুখের বিপরীত দিকে রেজ়ার চালাবেন না। এতে ত্বকের সমস্যা। বরং, যে দিকে রোমের অভিমুখ সে দিকেই রেজ়ার টানুন। আর রেজ়ার টানার সময় অন্য হাত দিয়ে গাল টানটান করে রাখুন। 

রোমের অভিমুখের বিপরীত দিকে রেজ়ার চালাবেন না। এতে ত্বকের সমস্যা। বরং, যে দিকে রোমের অভিমুখ সে দিকেই রেজ়ার টানুন। আর রেজ়ার টানার সময় অন্য হাত দিয়ে গাল টানটান করে রাখুন। 

7 / 8
শেভিংয়ের পরও ত্বকের যত্ন নিতে হবে। প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ময়েশ্চারাইজার মেখে নিন। অ্যালোভেরা জেল কিংবা ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে আর র‍্যাশ বেরোবে না।

শেভিংয়ের পরও ত্বকের যত্ন নিতে হবে। প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ময়েশ্চারাইজার মেখে নিন। অ্যালোভেরা জেল কিংবা ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে আর র‍্যাশ বেরোবে না।

8 / 8
Follow Us:
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'