না জেনেই আমরা প্রতিদিন এমন অনেক জিনিস ব্যবহার করি, যার থেকে ছড়াতে পারে ক্য়ানসার (Cancer)। এই সব জিনিস লুকিয়ে আমাদের কিচেনেই।
প্লাস্টিকের বোতল কমবেশি সকলের বাড়িতেই থাকে। জানেন কি প্লাস্টিকের বোতলে বিসফেনল A রয়েছে?যা স্বাভাবিক হরমোন ক্ষরণে বাঁধা দেয়। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে।
ন্নার জন্য নন-স্টিক প্যান ব্যবহার করেন অনেকেই। এই প্য়ানকে উত্তপ্ত করলে Perfluorooctanoic Acid উৎপন্ন হয়। যা ক্য়ানসারের কারণ হতে পারে।
টিনের ক্য়ানের খাবার খান? এই টিনের ক্য়ানে বিপিএ থাকে যা ক্যানসারের কোষের বৃদ্ধি ঘটায়।
রিফাইনড ওয়েল ব্যবহার করেন? বিশেষজ্ঞদের মতে, এতে স্তন ও কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
অক্সফোর্ড পপুলেশন হেলথের গবেষণা অনুযায়ী, ডেয়ারি প্রোডাক্ট বেশি পরিমাণে খেলে স্তন ক্য়ানসারের আশঙ্কা বাড়ে। এছাড়াও লিভার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
PLOS মেডিসিনের গবেষণা বলছে, কোল্ড ড্রিঙ্ক খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। এতে উপস্থিত সোডা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক।
নিয়মিত ব্য়বহারের বাসন মাজার সাবানে প্য়ারাফিন ও সালফেট থাকে। যা ক্যানসারের সম্ভাবনা বাড়ায়।