Everyday Mistakes: যত্ন নেওয়ার পরও মুখ ভরে যাচ্ছে দাগছোপে? জানুন এই ভুলগুলো করছেন কি না

Skin Damage: জানেন কি ধূমপানেও ক্ষতি হয় ত্বকের?কারণ সিগারেটে নিকোটিন রয়েছে। যা ত্বকের অকাল বলিরেখার অন্যতম কারণ। এই নিকোটিনের প্রভাবে ত্বক কুঁচকে যায় এবং প্রয়োজনীয় কোলাজেন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়।

| Edited By: | Updated on: Jun 14, 2023 | 9:15 AM
অনেকেই ত্বকের যত্নে অনেক নামীদামি পণ্য ব্যবহরা করেন। এছাড়াও সারাদিন নান পরিচর্যা করে চলেন।

অনেকেই ত্বকের যত্নে অনেক নামীদামি পণ্য ব্যবহরা করেন। এছাড়াও সারাদিন নান পরিচর্যা করে চলেন।

1 / 8
কিন্তু তাতেও মুখে কালো দাগছোপ, বলিরেখা , ব্রণতে ভরে যায়। কোনও কিছু করেও কাজ হয় না অনেকসময়। হবে কী করে! গোড়াতেই যদি গলদ থাকে।

কিন্তু তাতেও মুখে কালো দাগছোপ, বলিরেখা , ব্রণতে ভরে যায়। কোনও কিছু করেও কাজ হয় না অনেকসময়। হবে কী করে! গোড়াতেই যদি গলদ থাকে।

2 / 8
আমাদের সারাদিনের এমন কিছু অভ্যাস রয়েছে যা ত্বকে এই ধরনের সমস্য়া ডেকে আনে। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

আমাদের সারাদিনের এমন কিছু অভ্যাস রয়েছে যা ত্বকে এই ধরনের সমস্য়া ডেকে আনে। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

3 / 8
অনেকেই মেকআপ ভাল করে না ধুয়ে ঘুমতে চলে যান। এতেই হয় বিপদ। কারণ ত্বকে মেকআপ থেকে গেলে ত্বকের ক্ষতি হয়। কারণ ত্বকের ছিদ্র আটকে যায়। যার ফলে ব্রণ, হোয়াইটহেডসের মতো একাধিক সমস্যা দেখা দেয়।

অনেকেই মেকআপ ভাল করে না ধুয়ে ঘুমতে চলে যান। এতেই হয় বিপদ। কারণ ত্বকে মেকআপ থেকে গেলে ত্বকের ক্ষতি হয়। কারণ ত্বকের ছিদ্র আটকে যায়। যার ফলে ব্রণ, হোয়াইটহেডসের মতো একাধিক সমস্যা দেখা দেয়।

4 / 8
কোমল সুন্দর ত্বক পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে অনেকেই অবহেলা করেন ত্বকের উপর। নিয়ম মেনে ময়েশ্চারাইজার লাগান না। আর এতেই দেখা দেয় বিপদ।

কোমল সুন্দর ত্বক পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে অনেকেই অবহেলা করেন ত্বকের উপর। নিয়ম মেনে ময়েশ্চারাইজার লাগান না। আর এতেই দেখা দেয় বিপদ।

5 / 8
সারারাত চুলে তেল লাগিয়ে ,সকালে শ্য়াম্পু করা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অভ্যাসের প্রভাব পড়ে সরাসরি ত্বকের উপর। এতে ত্বকের ছিদ্র আটকে যায় ফলে ব্রণর সমস্য়া দেখা দেয়।

সারারাত চুলে তেল লাগিয়ে ,সকালে শ্য়াম্পু করা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অভ্যাসের প্রভাব পড়ে সরাসরি ত্বকের উপর। এতে ত্বকের ছিদ্র আটকে যায় ফলে ব্রণর সমস্য়া দেখা দেয়।

6 / 8
জানলে অবাক হবেন, শোয়ার আগে মদ্যপান করলেও ত্বকের স্বাস্থ্যের ক্ষতি হয়। এতে মুখ ফুলে যাওয়ার আশঙ্কা বাড়ে। এবং ত্বকের ক্ষতি হয়।

জানলে অবাক হবেন, শোয়ার আগে মদ্যপান করলেও ত্বকের স্বাস্থ্যের ক্ষতি হয়। এতে মুখ ফুলে যাওয়ার আশঙ্কা বাড়ে। এবং ত্বকের ক্ষতি হয়।

7 / 8
জানেন কি ধূমপানেও ক্ষতি হয় ত্বকের? কারণ সিগারেটে নিকোটিন রয়েছে। যা ত্বকের অকাল বলিরেখার অন্যতম কারণ। এই নিকোটিনের প্রভাবে ত্বক কুঁচকে যায় এবং প্রয়োজনীয় কোলাজেন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়।

জানেন কি ধূমপানেও ক্ষতি হয় ত্বকের? কারণ সিগারেটে নিকোটিন রয়েছে। যা ত্বকের অকাল বলিরেখার অন্যতম কারণ। এই নিকোটিনের প্রভাবে ত্বক কুঁচকে যায় এবং প্রয়োজনীয় কোলাজেন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়।

8 / 8
Follow Us: