Premier League: টানা ৬ ম্যাচে জিতে লিগ টেবলের সেকেন্ড বয় লিভারপুল

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে বৃহস্পতিবার ৩-১ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে (Newcastle United) হারিয়েছে লিভারপুল (Liverpool)। ম্যাচের ৭ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও শেষমেশ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ক্লপের দল। এই নিয়ে ইপিএলে টানা ৬ ম্যাচে জিতল সালাহরা।

| Edited By: | Updated on: Dec 17, 2021 | 10:53 AM
ম্যাচের ৭ মিনিটে নিউক্যাসেলকে এগিয়ে দেন জঞ্জো শেলভি (Jonjo Shelvey)।

ম্যাচের ৭ মিনিটে নিউক্যাসেলকে এগিয়ে দেন জঞ্জো শেলভি (Jonjo Shelvey)।

1 / 5
তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নেয়নি লিভারপুল। ২১ মিনিটের মাথায় লিভারপুলকে সমতায় ফেরান দিয়োগো জোটা (Diogo Jota)।

তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নেয়নি লিভারপুল। ২১ মিনিটের মাথায় লিভারপুলকে সমতায় ফেরান দিয়োগো জোটা (Diogo Jota)।

2 / 5
মাত্র ৪ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-১ করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)।

মাত্র ৪ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-১ করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)।

3 / 5
৮৭ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)।

৮৭ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)।

4 / 5
 ইপিএলে টানা ৬ ম্যাচে জেতার পর এখনও পর্যন্ত ১৭ ম্যাচের ১২টিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন রবার্তো ফিরমিনোরা।

ইপিএলে টানা ৬ ম্যাচে জেতার পর এখনও পর্যন্ত ১৭ ম্যাচের ১২টিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন রবার্তো ফিরমিনোরা।

5 / 5
Follow Us: