ম্যান সিটির ফেরান তোরেস ভাঙলেন মেসির রেকর্ড
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডকে (Newcastle) ৪-৩ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পাশাপাশি পেপ গুয়ার্দিওলার নতুন ছাত্র ভেঙে দিলেন ১১ বছর আগে লিওনেল মেসির করা রেকর্ড। সব থেকে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। টেরেনিফের বিরুদ্ধে ২২ বছর ২০০ দিন বয়সে। মেসির থেকে ১২৫ দিন কম বয়সে তোরেস হ্যাটট্রিক করলেন। ফেরান তোরেসের হ্যাটট্রিকই কার্যত জয় এনে দিল লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটিকে।
Most Read Stories