CWG 2022: ঘানাকে ১১ গোলের মালা পরাল মনপ্রীতের ভারত

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) তৃতীয় দিন পুরুষদের হকিতে (Hockey) পুল-বি-র প্রথম ম্যাচে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল ঘানা। পুরো ম্যাচ জুড়ে ঘানাকে মোট ১১ টি গোল দিয়েছে মেন ইন ব্লু। বলা চলে, একতরফা ম্যাচ গোলবন্যা বইয়ে দিলেন হরমনপ্রীত সিংরা।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 6:45 AM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) তৃতীয় দিন পুরুষদের হকিতে (Hockey) পুল-বি-র প্রথম ম্যাচে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল ঘানা। পুরো ম্যাচ জুড়ে ঘানাকে মোট ১১ টি গোল দিয়েছে মেন ইন ব্লু। বলা চলে, একতরফা ম্যাচ গোলবন্যা বইয়ে দিলেন হরমনপ্রীত সিংরা। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) তৃতীয় দিন পুরুষদের হকিতে (Hockey) পুল-বি-র প্রথম ম্যাচে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল ঘানা। পুরো ম্যাচ জুড়ে ঘানাকে মোট ১১ টি গোল দিয়েছে মেন ইন ব্লু। বলা চলে, একতরফা ম্যাচ গোলবন্যা বইয়ে দিলেন হরমনপ্রীত সিংরা। (ছবি-পিটিআই)

1 / 5
পুরো ম্যাচ জুড়ে ঘানাকে কার্যত নাকানিচোবানি খাইয়েছে মেন ইন ব্লু। ভারতের হয়ে ম্যাচের শুরুতেই গোল করেন হরিয়ানার অভিষেক। পেনাল্টি কর্নার থেকে গোল দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। (ছবি-পিটিআই)

পুরো ম্যাচ জুড়ে ঘানাকে কার্যত নাকানিচোবানি খাইয়েছে মেন ইন ব্লু। ভারতের হয়ে ম্যাচের শুরুতেই গোল করেন হরিয়ানার অভিষেক। পেনাল্টি কর্নার থেকে গোল দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। (ছবি-পিটিআই)

2 / 5
প্রথম কোয়ার্টারেই ভারতের হয়ে আরও তিনটি গোল যোগ করেন ভাইস ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, শামসের সিং এবং আকাশদীপ সিং। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি স্ট্রাইকে রূপান্তরিত করে পঞ্চম গোলটি করেন যুগরাজ সিং।
(ছবি-পিটিআই)

প্রথম কোয়ার্টারেই ভারতের হয়ে আরও তিনটি গোল যোগ করেন ভাইস ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, শামসের সিং এবং আকাশদীপ সিং। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি স্ট্রাইকে রূপান্তরিত করে পঞ্চম গোলটি করেন যুগরাজ সিং। (ছবি-পিটিআই)

3 / 5
তৃতীয় কোয়ার্টারে হরমনপ্রীত দ্বিতীয় গোল করেন এবং সেটি ছিল ভারতের ছয় নম্বর গোল। এরপর নীলকান্তের অবিশ্বাস্য গোলের পরে, বরুণ কুমার দেশের হয়ে অষ্টম গোলটি করেন। এবং অবশেষে যুগরাজও নিজের দ্বিতীয় গোল করার সঙ্গে সঙ্গে দলের নবম গোলটি করেন। (ছবি-পিটিআই)

তৃতীয় কোয়ার্টারে হরমনপ্রীত দ্বিতীয় গোল করেন এবং সেটি ছিল ভারতের ছয় নম্বর গোল। এরপর নীলকান্তের অবিশ্বাস্য গোলের পরে, বরুণ কুমার দেশের হয়ে অষ্টম গোলটি করেন। এবং অবশেষে যুগরাজও নিজের দ্বিতীয় গোল করার সঙ্গে সঙ্গে দলের নবম গোলটি করেন। (ছবি-পিটিআই)

4 / 5
চতুর্থ ও শেষ কোয়ার্টারেও হরমনপ্রীতরা ছিলেন অপ্রতিরোধ্য। গুরজন্তের কাছ থেকে নব্বই-ডিগ্রি পাস পেয়ে মনদীপ শট নিতে যান এবং ভারতের গোল সংখ্যা ১০ করেন। শেষ গোলটি আসে হরমনপ্রীতের কাছ থেকে। হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হরমনপ্রীতের। আজ, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। (ছবি-পিটিআই)

চতুর্থ ও শেষ কোয়ার্টারেও হরমনপ্রীতরা ছিলেন অপ্রতিরোধ্য। গুরজন্তের কাছ থেকে নব্বই-ডিগ্রি পাস পেয়ে মনদীপ শট নিতে যান এবং ভারতের গোল সংখ্যা ১০ করেন। শেষ গোলটি আসে হরমনপ্রীতের কাছ থেকে। হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হরমনপ্রীতের। আজ, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। (ছবি-পিটিআই)

5 / 5
Follow Us: