Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan’s Bodyguard: দেহরক্ষী শেরার ছেলেকে হিরো বানাতে উদ্যোগী সলমন, চেনেন তাঁকে?

Salman Khan: আপনি যদি সলমন খানের ভক্ত হন, তবে শেরাকে তো চিনবেনই। শেরা ও সলমনের সম্পর্ক বহুদিনের। বলা যেতে পারে, তাঁরা যেন ছায়াসঙ্গী। সলমনের আপদের বিপদে সব সময়েই হাজির শেরা। শেরা আদপে সলমনের দেহরক্ষী হলেও তাঁর সঙ্গে ভাইজানের সম্পর্ক ঠিক যেন ভাইয়ের মতোই। এবার সেই শেরার ছেলে আবীরকেই বলিউডের হিরো বানাতে উদ্যোগী সলমন খান।

| Edited By: | Updated on: Dec 24, 2022 | 4:03 PM
আপনি যদি সলমন খানের ভক্ত হন, তবে শেরাকে তো চিনবেনই। শেরা ও সলমনের সম্পর্ক বহুদিনের। বলা যেতে পারে, তাঁরা যেন ছায়াসঙ্গী। সলমনের আপদের বিপদে সব সময়েই হাজির শেরা। শেরা আদপে সলমনের দেহরক্ষী হলেও তাঁর সঙ্গে ভাইজানের সম্পর্ক ঠিক যেন ভাইয়ের মতোই। এবার সেই শেরার ছেলে আবীরকেই বলিউডের হিরো বানাতে উদ্যোগী সলমন খান।

আপনি যদি সলমন খানের ভক্ত হন, তবে শেরাকে তো চিনবেনই। শেরা ও সলমনের সম্পর্ক বহুদিনের। বলা যেতে পারে, তাঁরা যেন ছায়াসঙ্গী। সলমনের আপদের বিপদে সব সময়েই হাজির শেরা। শেরা আদপে সলমনের দেহরক্ষী হলেও তাঁর সঙ্গে ভাইজানের সম্পর্ক ঠিক যেন ভাইয়ের মতোই। এবার সেই শেরার ছেলে আবীরকেই বলিউডের হিরো বানাতে উদ্যোগী সলমন খান।

1 / 6
শোনা যাচ্ছে, সলমনের কথাতেই নাকি নিজেকে 'ফিট ফর বলিউড' করে গড়ে তুলছেন আবীর। তিনি একাধারে ফিটনেস ফ্রিকও।

শোনা যাচ্ছে, সলমনের কথাতেই নাকি নিজেকে 'ফিট ফর বলিউড' করে গড়ে তুলছেন আবীর। তিনি একাধারে ফিটনেস ফ্রিকও।

2 / 6
এও জানা যাচ্ছে, আপাতত এই আবীরের জন্য নাকি খোঁজ চলছে হিরোইনেরও। তবে আবিরের কিন্তু এক ডাকনামও রয়েছে।

এও জানা যাচ্ছে, আপাতত এই আবীরের জন্য নাকি খোঁজ চলছে হিরোইনেরও। তবে আবিরের কিন্তু এক ডাকনামও রয়েছে।

3 / 6
তাঁর বাবা শেরার আসল নাম গুরমীত সিং জলি। শেরা তাঁকে ভালবেসে ডাকা হয়। আর শেরার ছেলে নিজেই নিজের নাম রেখেছেন টাইগার।

তাঁর বাবা শেরার আসল নাম গুরমীত সিং জলি। শেরা তাঁকে ভালবেসে ডাকা হয়। আর শেরার ছেলে নিজেই নিজের নাম রেখেছেন টাইগার।

4 / 6
সলমনকে 'গডফাদার' মনে করেন আবীর। জীবনের চলার পথে তাঁর প্রতিটি উপদেশই মেনে চলার চেষ্টা করেন তিনি।

সলমনকে 'গডফাদার' মনে করেন আবীর। জীবনের চলার পথে তাঁর প্রতিটি উপদেশই মেনে চলার চেষ্টা করেন তিনি।

5 / 6
সলমনের পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক বেজায় ভাল। সলমনের 'প্রেমিকা' ইউলিয়া ভন্তুরের সঙ্গেও তাঁর বেশ ভাল বন্ধুত্ব।

সলমনের পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক বেজায় ভাল। সলমনের 'প্রেমিকা' ইউলিয়া ভন্তুরের সঙ্গেও তাঁর বেশ ভাল বন্ধুত্ব।

6 / 6
Follow Us: