Moto G82 5G: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?

Moto G82 5G: মোটোরোলার নতুন ফোন মোটো জি৮২ ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে। দেখে নিন এই ফোনের ডিসপ্লে কেমন হবে।

| Edited By: | Updated on: Jun 02, 2022 | 8:35 AM
মোটোরোলা জি৮২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুন এই ফোন লঞ্চ করতে চলেছে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন।

মোটোরোলা জি৮২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুন এই ফোন লঞ্চ করতে চলেছে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন।

1 / 6
প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে গত মাসেই মোটোরোলার ফোন মোটো জি৮২ ৫জি লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে pOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে গত মাসেই মোটোরোলার ফোন মোটো জি৮২ ৫জি লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে pOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

2 / 6
টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে মোটো জি৮২ ৫জি ফোন ৭ জুন ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে আর এক টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন যে এই ফোন ৯ জুন ভারতে লঞ্চ হতে পারে।

টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে মোটো জি৮২ ৫জি ফোন ৭ জুন ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে আর এক টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন যে এই ফোন ৯ জুন ভারতে লঞ্চ হতে পারে।

3 / 6
ইউরোপে মোটো জি৮২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ভারতে এই ফোনে কী প্রসেসর থাকবে এবং কোনও কনফিগারেশনে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

ইউরোপে মোটো জি৮২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ভারতে এই ফোনে কী প্রসেসর থাকবে এবং কোনও কনফিগারেশনে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

4 / 6
মোটো জি৮২ ৫জি ফোনের ইউরোপীয় ভ্যারিয়েন্টে ৬.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ছিল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

মোটো জি৮২ ৫জি ফোনের ইউরোপীয় ভ্যারিয়েন্টে ৬.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ছিল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

5 / 6
এই ফোনে রিউরোপীয় মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ফিচার ছিল।

এই ফোনে রিউরোপীয় মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ফিচার ছিল।

6 / 6
Follow Us: