Home Hacks: ঘরের এ দিক-ও দিক জাল বুনছে ‘স্পাইডার ম্যান’? যে ভাবে শায়েস্তা করবেন…

মাকড়সা তাড়াতে কিন্তু নিয়মিত বাড়ির ঝুল ঝাড়াও প্রয়োজন। এছাড়াও রইল কিছু দারুণ টোটকার হদিশ। হাতের সামনে রাখলে কিন্তু কাজে আসবে

| Edited By: | Updated on: Feb 22, 2022 | 12:20 PM
ঘর অপরিষ্কার থাকলে সেখানেই কিন্তু মাকড়সা জাল বোনে। আর মাকড়সার লালা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ত্বকে একবার সেই লালা লাগলে একাধিক সমস্যা হতে পারে। অনেকেই মাকড়সা তাড়াতে কীটনাশক স্প্রে করেন। যা শরীরের জন্য ক্ষতিকারক। এছাড়াও এই স্প্রে-তে যে সব সমস্যার সমাধান হয়ে যায় এমন কিন্তু নয়। তাই হাতের সামনে রাখুন এই কয়েকটি টোটকা। এতে কিন্তু উপকার পাবেন।

ঘর অপরিষ্কার থাকলে সেখানেই কিন্তু মাকড়সা জাল বোনে। আর মাকড়সার লালা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ত্বকে একবার সেই লালা লাগলে একাধিক সমস্যা হতে পারে। অনেকেই মাকড়সা তাড়াতে কীটনাশক স্প্রে করেন। যা শরীরের জন্য ক্ষতিকারক। এছাড়াও এই স্প্রে-তে যে সব সমস্যার সমাধান হয়ে যায় এমন কিন্তু নয়। তাই হাতের সামনে রাখুন এই কয়েকটি টোটকা। এতে কিন্তু উপকার পাবেন।

1 / 5
সাদা ভিনিগার ব্যবহার করলে কিন্তু মাকড়সা সবচেয়ে দ্রুত সরানো সম্ভব। সাদা ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। যার গন্ধ মাকড়সা একেবারেই সহ্য করতে পারে না। জলের সঙ্গে এই ভিনিগার মিশিয়ে ঘরে স্প্রে করুন। কাজে আসবে। এছাড়াও পাড়িতে কীট-পচঙ্গ নাশ করতেও কিন্তু এই স্প্রে ভাল কাজ করে।

সাদা ভিনিগার ব্যবহার করলে কিন্তু মাকড়সা সবচেয়ে দ্রুত সরানো সম্ভব। সাদা ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। যার গন্ধ মাকড়সা একেবারেই সহ্য করতে পারে না। জলের সঙ্গে এই ভিনিগার মিশিয়ে ঘরে স্প্রে করুন। কাজে আসবে। এছাড়াও পাড়িতে কীট-পচঙ্গ নাশ করতেও কিন্তু এই স্প্রে ভাল কাজ করে।

2 / 5
রসুনের তীব্র গন্ধকে মাকড়সারা ঘৃণা করে। সেই গন্ধে মাকড়সা পালিয়েও যায়। রসুন ভাল করে কুচি করে ইষদুষ্ণ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিন। এবার তা ঘরের কোণায় কোণায় স্প্রে করে দিন।

রসুনের তীব্র গন্ধকে মাকড়সারা ঘৃণা করে। সেই গন্ধে মাকড়সা পালিয়েও যায়। রসুন ভাল করে কুচি করে ইষদুষ্ণ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিন। এবার তা ঘরের কোণায় কোণায় স্প্রে করে দিন।

3 / 5
ব্যবহার করতে পারেন পেপারমিন্ট তেল। জলের সঙ্গে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের কোণায় কোণায়। এতেও কিন্তু ভাল ফল পাবেন।

ব্যবহার করতে পারেন পেপারমিন্ট তেল। জলের সঙ্গে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের কোণায় কোণায়। এতেও কিন্তু ভাল ফল পাবেন।

4 / 5
ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার বা দারুচিনির তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সব সুগন্ধি দীর্ঘ সময় ঘরে থাকে। যার জন্য মশা, মাছি, মাকড়সা এসবের উপদ্রব অনেক কম হয়।  এছাড়াও লেবুর গন্ধযুক্ত ক্লিনার ব্যবহার করুন। এতেও কিন্তু মাকড়সা থাকবে দূরে।

ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার বা দারুচিনির তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সব সুগন্ধি দীর্ঘ সময় ঘরে থাকে। যার জন্য মশা, মাছি, মাকড়সা এসবের উপদ্রব অনেক কম হয়। এছাড়াও লেবুর গন্ধযুক্ত ক্লিনার ব্যবহার করুন। এতেও কিন্তু মাকড়সা থাকবে দূরে।

5 / 5
Follow Us: