বর্তমান পরিস্থিতিতে নিজের প্রায় দশ বছরের শাসনকালে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে কিম জন উন ছবি ফাইল চিত্র
কিম জংয়ের চুলের কাটানোর ধরন নিয়েও অনেক বিতর্ক ছিল। তবে এদিন তার চুলের ধরনেও পরিবর্তন দেখা গিয়েছে। এই নতুন রূপে অনেকেই কিমের সঙ্গে তার পিতামহ কিম ইল সুংয়ের সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
হালকা ক্রিম রংয়ের স্যুটে আগের তুলনায় রোগা কিম জং উনকে মিলিটারি প্যারেডের সময় নানা মুহূর্তে দেখা গিয়েছে। কখনও তিনি সমবেত জনতার উদ্দেশে হাত নেড়েছেন, কখনও আবার তাঁকে ফুল দিতে আসা শিশুদের কাছে ডেকে নিয়ে সস্নেহে চুম্বন করেছেন কিম।
তাঁর মুখমণ্ডল দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে আগের তুলনায় তিনি অনেকটাই ওজন ঝড়িয়েছেন। এদিনের অনুষ্ঠানে কিম কোনও বক্তব্য রাখেননি। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারের বারান্দায় দাঁড়িয়ে প্যারেডে অংশগ্রহনকারী সৈন্যদের দিকে হাত নাড়েন তিনি। উত্তর কোরিয়ার শাসক কিমের মৃত্য়ু নিয়ে বারবার ধোঁয়াশা দেখা দিয়েছিল। বহুবার সমাজ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কিম জং উনের সাম্প্রতিক ছবি দেখে মনে হচ্ছে বিগত সাত মাসে কমপক্ষে তিনি ২০ কেজির বেশী ওজন কমিয়েছেন।
বিশ্ব রাজনীতির অন্যতম বর্ণময় ও বিতর্কিত চরিত্র কিম জং উন। প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার (South Korea) সঙ্গে কিমের দীর্ঘ শত্রুতার ইতিহাস রয়েছে। বিভিন্ন সময় তাঁর শত্রু রাষ্ট্রের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপের কথা বলে সংবাদ শিরোনামে আসেন কিম।
কিমের ধূমপান করা ও দেহের বাড়তি ওজন নিয়ে তার সম্পর্কে অনেক সময়ই অনেক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ে। বারবার সেই সব ভুয়ো তথ্য মিথ্যা প্রমাণ করে নতুন করে বিতর্কের জন্ম দেন তিনি। নয়া অবতারে তাঁর এই সেনা মহড়ায় অংশগ্রহণ নিঃসন্দেহে আলোচনায় নয়া রঙ যোগ করবে।