New Year 2023: নতুন বছরে গৃহে হোক লক্ষ্মীর বাস! বাস্তুমতে অর্থকষ্ট দূর করতে ঘরে আনুন এই ৫ জিনিস

Vastu Tips: নতুন বছরকে স্বাগত জানাতে আর মাত্র কয়েকদিন বাকি। গত কয়েক বছর ধরে যে ঝড় কাটিয়ে উঠেছে বিশ্ব, সেই পরিস্থিতিতে এখন সবার একটাই আশা ২০২৩ সালে জীবনে সবকিছু যেন ভাল হোক।

| Edited By: | Updated on: Dec 12, 2022 | 8:40 AM
নতুন বছরকে স্বাগত জানাতে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ-কষ্ট সব কিছুকে পিছনে ফেলে আগামী বছরের জন্য নতুন শক্তি ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। ২০২৩ সাল যদি আপনারও ভাল কাটুক, এমনটা চাইলে বাস্তুমতে কিছু জিনিস ঘরে আনুন।

নতুন বছরকে স্বাগত জানাতে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ-কষ্ট সব কিছুকে পিছনে ফেলে আগামী বছরের জন্য নতুন শক্তি ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। ২০২৩ সাল যদি আপনারও ভাল কাটুক, এমনটা চাইলে বাস্তুমতে কিছু জিনিস ঘরে আনুন।

1 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, আসন্ন নতুন বছরের শুরুর আগে বাড়িতে এমন কিছু জিনিস নিয়ে আসুন যা খুব শুভ বলে মনে করা হয়। যেগুলি ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি ঘটায় ও নেগেটিভ শক্তিগুলিও এক এক করে দূর হবে। বাস্তুশাস্ত্রে এমন অনেক শুভ জিনিসের কথা বলা আছে, এগুলো ঘরে রাখলে দারিদ্র দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, আসন্ন নতুন বছরের শুরুর আগে বাড়িতে এমন কিছু জিনিস নিয়ে আসুন যা খুব শুভ বলে মনে করা হয়। যেগুলি ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি ঘটায় ও নেগেটিভ শক্তিগুলিও এক এক করে দূর হবে। বাস্তুশাস্ত্রে এমন অনেক শুভ জিনিসের কথা বলা আছে, এগুলো ঘরে রাখলে দারিদ্র দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়।

2 / 9
 এই জিনিসগুলো ঘরে রাখলে অর্থের কোনও অভাব হতে পারে না। তাই ঘরে কোন কোন জিনিস কোথায় কীভাবে রাখবেন, তা জেনে নিন এখানে...

এই জিনিসগুলো ঘরে রাখলে অর্থের কোনও অভাব হতে পারে না। তাই ঘরে কোন কোন জিনিস কোথায় কীভাবে রাখবেন, তা জেনে নিন এখানে...

3 / 9
ময়ুর পালক: শ্রীকৃষ্ণের পালক খুবই প্রিয়, তাই বাড়িতে ময়ূরের পালক রাখলে দেবী লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন। যদি  নতুন বছরে জীবনে সুখ এবং সমৃদ্ধি চান, তাহলে ঘরে রাখুন ময়ূরের পালক।

ময়ুর পালক: শ্রীকৃষ্ণের পালক খুবই প্রিয়, তাই বাড়িতে ময়ূরের পালক রাখলে দেবী লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন। যদি নতুন বছরে জীবনে সুখ এবং সমৃদ্ধি চান, তাহলে ঘরে রাখুন ময়ূরের পালক।

4 / 9
লাফিং বুদ্ধ: নববর্ষের শুভ উপলক্ষ্যে আপনি বাড়িতেও লাফিং বুদ্ধ আনতে পারেন। লাফিং বুদ্ধ যেখানেই রাখুন না কেন সবসময় উত্তর-পূর্ব দিকে রাখুন। বাড়িতে এই জায়গায় রাখলে কখনওই টাকার অভাব হয় না।

লাফিং বুদ্ধ: নববর্ষের শুভ উপলক্ষ্যে আপনি বাড়িতেও লাফিং বুদ্ধ আনতে পারেন। লাফিং বুদ্ধ যেখানেই রাখুন না কেন সবসময় উত্তর-পূর্ব দিকে রাখুন। বাড়িতে এই জায়গায় রাখলে কখনওই টাকার অভাব হয় না।

5 / 9
রূপালী হাতি: নতুন বছর শুরুর আগে ঘরে একটি রূপার হাতি আনতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রূপালী হাতির অলৌকিক প্রভাব রয়েছে। এটি ঘরে রাখলে রাহু ও কেতুর অশুভ প্রভাবের অবসান হয়, ব্যবসা ও চাকরিতে উন্নতি হয়।

রূপালী হাতি: নতুন বছর শুরুর আগে ঘরে একটি রূপার হাতি আনতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রূপালী হাতির অলৌকিক প্রভাব রয়েছে। এটি ঘরে রাখলে রাহু ও কেতুর অশুভ প্রভাবের অবসান হয়, ব্যবসা ও চাকরিতে উন্নতি হয়।

6 / 9
ধাতব কচ্ছপ: নতুন বছরের আগে, অবশ্যই আপনার বাড়িতে একটি ধাতব কচ্ছপ আনুন। অনেকেই মনে করেন একটি ছোট কাদামাটি বা কাঠের কচ্ছপ নিয়ে এসে বাড়ির যে কোনও জায়গায় রাখে যা ভাল প্রভাব ফেলে না। ঘরে রূপা, পিতল বা ব্রোঞ্জ ধাতুর তৈরি কচ্ছপ রাখা শুভ। বাস্তু অনুযায়ী, উত্তর দিকে রাখলে নেতিবাচক শক্তির বিনাস ঘটে ও দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন।

ধাতব কচ্ছপ: নতুন বছরের আগে, অবশ্যই আপনার বাড়িতে একটি ধাতব কচ্ছপ আনুন। অনেকেই মনে করেন একটি ছোট কাদামাটি বা কাঠের কচ্ছপ নিয়ে এসে বাড়ির যে কোনও জায়গায় রাখে যা ভাল প্রভাব ফেলে না। ঘরে রূপা, পিতল বা ব্রোঞ্জ ধাতুর তৈরি কচ্ছপ রাখা শুভ। বাস্তু অনুযায়ী, উত্তর দিকে রাখলে নেতিবাচক শক্তির বিনাস ঘটে ও দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন।

7 / 9
তুলসী গাছ: সনাতন ধর্মে তুলসী গাছকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে, সেখানে কখনওই কোনও কিছুর অভাব হয় না। সেই সঙ্গে বাড়ি ধন-সম্পদে পরিপূর্ণ থাকে। এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে বা শুকিয়ে যায়, তাহলে এ বছর বাড়িতে নিয়ে আসুন একটি তুলসী গাছ।

তুলসী গাছ: সনাতন ধর্মে তুলসী গাছকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে, সেখানে কখনওই কোনও কিছুর অভাব হয় না। সেই সঙ্গে বাড়ি ধন-সম্পদে পরিপূর্ণ থাকে। এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে বা শুকিয়ে যায়, তাহলে এ বছর বাড়িতে নিয়ে আসুন একটি তুলসী গাছ।

8 / 9
নারকেল: আপনি ছোট ছোট নারকেল বাড়িতে আনুন, সেগুলিকে কাপড়ে মুড়িয়ে ভল্টে রাখুন। তারপর দীপাবলির দ্বিতীয় দিনে সেগুলি বের করে একটি নদী বা পুকুরে ডুবিয়ে দিন। বাস্তু নিয়ম অনুসারে, এমনটা করলে ধনলক্ষ্মী দীর্ঘকাল গৃহস্থের বাড়িতে বাস করেন। দ্বিতীয় নারকেলটি বিসর্জনের পর ভল্ট বা আলমারিতে রেখে দিন।

নারকেল: আপনি ছোট ছোট নারকেল বাড়িতে আনুন, সেগুলিকে কাপড়ে মুড়িয়ে ভল্টে রাখুন। তারপর দীপাবলির দ্বিতীয় দিনে সেগুলি বের করে একটি নদী বা পুকুরে ডুবিয়ে দিন। বাস্তু নিয়ম অনুসারে, এমনটা করলে ধনলক্ষ্মী দীর্ঘকাল গৃহস্থের বাড়িতে বাস করেন। দ্বিতীয় নারকেলটি বিসর্জনের পর ভল্ট বা আলমারিতে রেখে দিন।

9 / 9
Follow Us: