মিসম্যাচড সিজন ২- 'অ্যায়সে কিউন...' বলে গেয়ে উঠছেন অজান্তেই। গজল ভার্সন শুনে ভীষণ ভাবে মিস করছেন কাউকে? জানেন কোন সিরিজের গান? এই মিসম্যাচডেরই। দেখে না থাকলে এখনই দেখে নিতে পারেন। স্ট্রিম করছে নেটফ্লিক্সে। যদি রোম্যান্টিক কমেডি আপনার প্রিয় হয়ে থাকে তবে এ সিরিজ আপনার জন্য। প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্ব, প্রাক্তন, বর্তমান -- সবই পেয়ে যাবেন এই একটি সিরিজেই।
পঞ্চায়েত সিজন ২-- দর্শক রীতিমতো হা-পিত্যেস করে বসেছিল এই সিরিজের জন্য। অনেকের মতে পঞ্চায়েত ১-এর মতো নাকি জমাটি হয়নি এই সিজন, তবে সিজনটি আপনাকে একেবারেই নিরাশ করবেন না। বরং সিজন ৩-এর জন্য বাড়িয়ে দেবে একরাশ প্রত্যাশা। সিরিজ দেখা যাবে অ্যামাজন প্রাইমে। রয়েছেন, জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, চন্দন রায়, নীনা গুপ্তসহ অনেকেই।
দিল্লি ক্রাইম সিজন ২- শেফালি শাহ ও রসিকা দুগলের দুরন্ত অভিনয় এই সিরিজের ইউএসপি। দিল্লিতে ঘটে যাওয়া পরপর কিছু খুন আর তারপর সেই রহস্য সমাধান। গা শিউরে উঠতেই পারে। পাবেন নেটফ্লিক্সে।
আশ্রম সিজন ৩-- এই সিরিজের মধ্যে দিয়েই ববি দেওলের কামব্যাক। বাকি দুই সিজনের মতো এই ৩ নম্বর সিজন নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। দেখতে পারেন। পাওয়া যাবে এমএক্স প্লেয়ারে।
ইয়ে কালি কালি আঁখে-- নাম শুনেই বুঝতে পারছেন সিরিজের মধ্যেই রয়েছে ভরপুর রহস্য। একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মেয়ে যদি প্রেমে পড়ে একজন সাধারণের কী হয়? থ্রিলার এই সিরিজ পেয়ে যাবেন নেটফ্লিক্সে। অভিনয়ে রয়েছেন তাহির রাজ ভাসিন, আঁচল সিং ও শ্বেতা ত্রিপাঠি। দেখতে পারেন।
খাঁকি- দ্য বিহার চ্যাপটার-- আইপিএস অফিসার অমিত লোধা ও স্থানীয় মাফিয়া চন্দনের ঝামেলাকে কেন্দ্র করে এই সিরিজ। সকলেই বেশ ভাল অভিনয় করেছেন। নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে। চাইলে দেখতেই পারেন। 'ওয়ান টাইম ওয়াচ' হিসেবে কিন্তু একেবারেই মন্দ নয়।