Snowfall: শীতকালে ইউরোপের কোন কোন দেশে বরফ পড়তে দেখা যায়? এক নজরে দেখে নিন…

ভ্রমণপিপাসুদের জন্য শীতের সময়টা অনেক প্রিয়। কেউ কেউ শীতের সময় বরফ পড়ার দৃশ্য দেখতে ভীষণ পছন্দ করেন। এবার জেনে নিন শীতে বরফ দেখতে ইউরোপের যেসব শহর ভ্রমণে যেতে পারেন।

| Edited By: | Updated on: Jan 17, 2022 | 11:05 AM
জুরিখ: বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

জুরিখ: বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

1 / 6
প্রাগ: চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের যে কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।

প্রাগ: চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের যে কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।

2 / 6
হেলসিঙ্কি: ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

হেলসিঙ্কি: ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

3 / 6
আমস্ট্যারডম: ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই জলে।

আমস্ট্যারডম: ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই জলে।

4 / 6
প্যারিস: প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

প্যারিস: প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

5 / 6
লন্ডন: ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যে কোনও দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে।

লন্ডন: ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যে কোনও দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে।

6 / 6
Follow Us: