Pooja Banerjee Back: দুই বছরের বিরতির পর ফিরে এলেন পূজা বন্দ্যোপাধ্য়ায়

Pooja Banerjee Back:: ২০২০ সালে বিয়ে। তার পর মা হওয়া। কোভিড আর  ছেলের জন্ম-দুই মিলিয়ে নিয়েছিলেন বিরতি।

Aug 06, 2022 | 12:29 AM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

Aug 06, 2022 | 12:29 AM

বিয়ে, বাচ্চার পর অনেকেই ভেবেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় হয়তো আর ফিরবেন না কাজের জগতে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে পূজা ফিরেছেন নতুন মিউজিক ভিডিয়োতে। কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদবের পরিচালনায় তৈরি এই মিউজিক ভিডিয়ো ইন্দো-বাংলাদেশ মিলিয়ে তৈরি হচ্ছে। গানে একটা অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। নিবীড় আদনানের সঙ্গে জুটিতে আবার তাঁর সেক্সি ইমেজ নিয়ে ফিরেছেন পূজা।

বিয়ে, বাচ্চার পর অনেকেই ভেবেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় হয়তো আর ফিরবেন না কাজের জগতে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে পূজা ফিরেছেন নতুন মিউজিক ভিডিয়োতে। কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদবের পরিচালনায় তৈরি এই মিউজিক ভিডিয়ো ইন্দো-বাংলাদেশ মিলিয়ে তৈরি হচ্ছে। গানে একটা অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। নিবীড় আদনানের সঙ্গে জুটিতে আবার তাঁর সেক্সি ইমেজ নিয়ে ফিরেছেন পূজা।

1 / 7
প্রথম বিয়ে টেকেনি পূজার। ২০১৩ সালে প্রথম বিয়ের থেকে বিচ্ছেদের পর পূজা বিয়ে করেন ২০২০ সালে তাঁর সহঅভিনেতা কুণাল ভার্মাকে।

প্রথম বিয়ে টেকেনি পূজার। ২০১৩ সালে প্রথম বিয়ের থেকে বিচ্ছেদের পর পূজা বিয়ে করেন ২০২০ সালে তাঁর সহঅভিনেতা কুণাল ভার্মাকে।

2 / 7
সেই বছরই অক্টোবর মাসে পূজা-কুণাল তাঁদের প্রথম সন্তান কৃশিভকে তাঁদের জীবনে পান। অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন ছবি তাঁরা ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে।

সেই বছরই অক্টোবর মাসে পূজা-কুণাল তাঁদের প্রথম সন্তান কৃশিভকে তাঁদের জীবনে পান। অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন ছবি তাঁরা ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে।

3 / 7
কোভিড পরিস্থিতি মধ্যে তাঁদের সন্তান হয়। তাঁরা তাঁদের সন্তানের ছবি প্রায়শই দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে। কখনও পুজোর অনুষ্ঠানের ছবি হোক, নিজেদের জীবনের বিশেষ দিনের ছবি, সবে জায়গাতে তিনজনের ছবি দেখতে পাওয়া যায়।

কোভিড পরিস্থিতি মধ্যে তাঁদের সন্তান হয়। তাঁরা তাঁদের সন্তানের ছবি প্রায়শই দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে। কখনও পুজোর অনুষ্ঠানের ছবি হোক, নিজেদের জীবনের বিশেষ দিনের ছবি, সবে জায়গাতে তিনজনের ছবি দেখতে পাওয়া যায়।

4 / 7
পূজা দক্ষিণের ছবি দিয়ে শুরু করলেও বাংলা ছবি দিয়ে তাঁর খ্যাতি। হিরণের সঙ্গে মাচো মস্তানা ছবি দিয়ে বাংলায় ডেবিউ তাঁর।

পূজা দক্ষিণের ছবি দিয়ে শুরু করলেও বাংলা ছবি দিয়ে তাঁর খ্যাতি। হিরণের সঙ্গে মাচো মস্তানা ছবি দিয়ে বাংলায় ডেবিউ তাঁর।

5 / 7
এরপর করেন দেবের সঙ্গে চ্যালেঞ্জ ২ ছবিতে কাজ। দেব-পূজার পর্দায় রসায়ন সকলকে মুগ্ধ করে। মিঠুন পুত্র মিমোর বিপরীতেও অভিনয় করেন পূজা রকি ছবিতে।

এরপর করেন দেবের সঙ্গে চ্যালেঞ্জ ২ ছবিতে কাজ। দেব-পূজার পর্দায় রসায়ন সকলকে মুগ্ধ করে। মিঠুন পুত্র মিমোর বিপরীতেও অভিনয় করেন পূজা রকি ছবিতে।

6 / 7
পূজার শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি হইচই আনলিমিটেড। সেই ছবিতে তিনি অভিনয় করেন সাংসদ-অভিনেতা দেব-এর সঙ্গে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি কমেডি ঘরাণার।

পূজার শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি হইচই আনলিমিটেড। সেই ছবিতে তিনি অভিনয় করেন সাংসদ-অভিনেতা দেব-এর সঙ্গে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি কমেডি ঘরাণার।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla