চাকরির বাজারে ফিরছে হাল। ধীরে ধীরে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। এবার পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। এই চাকরির অন্যতম বৈশিষ্ঠ্য হল নবাগতরাও কেন্দ্রীয় সংস্থার এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
পাওয়ারগ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ২১১টি শূন্যপদ রয়েছে। ডিপ্লোমা ট্রেনি পদে নিয়োগ করা হবে। যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, তারা সকলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর, ২০২২। গোটা দেশজুড়েই কর্মী নিয়োগ করা হবে।
বেতন- এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ২৫ হাজার টাকা। এই পদে সর্বোচ্চ বেতন ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিকাল কমিউনিকেশন, টেলিকমিনিউকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
উল্লেখ্য, বিটেক, বিই বা এমটেক ডিগ্রিপ্রাপ্তরা এই পদে আবেদন করতে পারবেন না। যারা ডিসটেন্সে পড়াশোনা করেছেন, তাদের আবেদনও গৃহীত হবে না।
বয়সসীমা- আবেদনকারীর বয়স ২৭ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
লিখিত ও কম্পিউটার পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।