Prosenjit Chatterjee Birthday: প্রসেনজিতের ৬০, মধ্যরাতে ঝলমলে পার্টিতে বহু সম্পর্কের সমীকরণেও এল বদল?

Prosenjit Chatterjee: মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব... মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।

Sep 30, 2022 | 7:25 PM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2022 | 7:25 PM

মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব...  মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।

মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব... মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।

1 / 5
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬০ বছর পূর্তি যে নেহাত সাধারণভাবে হবে না তা বলাই বাহুল্য। তবে সেই উদযাপন যে গলিয়ে সম্পর্কের শীতলতা, তা কি আন্দাজ করা গিয়েছিল?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬০ বছর পূর্তি যে নেহাত সাধারণভাবে হবে না তা বলাই বাহুল্য। তবে সেই উদযাপন যে গলিয়ে সম্পর্কের শীতলতা, তা কি আন্দাজ করা গিয়েছিল?

2 / 5
জন্মদিনের আগের রাতে দেবের সঙ্গে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর ছবি 'কাছের মানুষ' ও ওই ছবিটি একই দিনে মুক্তি পেলেও অন্যের পরিচালিত ছবি  দেখতে চাওয়া নিঃসন্দেহে একতার বার্তা। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই যেই না সেলিব্রেশন শুরু হল, বুম্বাদাও নেচে উঠলেন নিজের সুপারহিট সব ছবির গানে।

জন্মদিনের আগের রাতে দেবের সঙ্গে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর ছবি 'কাছের মানুষ' ও ওই ছবিটি একই দিনে মুক্তি পেলেও অন্যের পরিচালিত ছবি দেখতে চাওয়া নিঃসন্দেহে একতার বার্তা। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই যেই না সেলিব্রেশন শুরু হল, বুম্বাদাও নেচে উঠলেন নিজের সুপারহিট সব ছবির গানে।

3 / 5
আর কোথাও গিয়েই যেন শহুরে পানশানায় মিলেমিশে এক হয়ে গেল 'পোয়েনজিৎ' আর 'প্রসেনজিৎ'। ঠিক যেমন একই ফ্রেমে বন্দি হলেন নুসরত জাহান ও শ্রীকান্ত মোহতা। প্রযোজনা সংস্থা এসভিএফের কর্ণধার শ্রীকান্ত একদা নুসরতের কাছের মানুষ হলেও বিগত বেশ কিছু বছর ধরেই ওই সংস্থার 'দুয়োরানি' হয়েই ছিলেন নুসরত।

আর কোথাও গিয়েই যেন শহুরে পানশানায় মিলেমিশে এক হয়ে গেল 'পোয়েনজিৎ' আর 'প্রসেনজিৎ'। ঠিক যেমন একই ফ্রেমে বন্দি হলেন নুসরত জাহান ও শ্রীকান্ত মোহতা। প্রযোজনা সংস্থা এসভিএফের কর্ণধার শ্রীকান্ত একদা নুসরতের কাছের মানুষ হলেও বিগত বেশ কিছু বছর ধরেই ওই সংস্থার 'দুয়োরানি' হয়েই ছিলেন নুসরত।

4 / 5
তবে বৃহস্পতিবারের রাত এক ফ্রেমে বন্দি করল তাঁদের। সঙ্গে আবার উপস্থিত যশও। সব মিলিয়ে জমজমাট উদযাপন। খাতায় কলমেও আজ থেকে 'সিনিয়র' তিনি। টলিউড তো কবেই আখ্যা দিয়েছে 'সিনিয়র' হিসেবে...।

তবে বৃহস্পতিবারের রাত এক ফ্রেমে বন্দি করল তাঁদের। সঙ্গে আবার উপস্থিত যশও। সব মিলিয়ে জমজমাট উদযাপন। খাতায় কলমেও আজ থেকে 'সিনিয়র' তিনি। টলিউড তো কবেই আখ্যা দিয়েছে 'সিনিয়র' হিসেবে...।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla