Prosenjit Chatterjee Birthday: প্রসেনজিতের ৬০, মধ্যরাতে ঝলমলে পার্টিতে বহু সম্পর্কের সমীকরণেও এল বদল?
Prosenjit Chatterjee: মধ্যরাতে শহরের পানশালায় বেজায় ভিড়। যে অষ্টমীর তারা ভরা রাত। হবে নাই বা কেন? ইন্ডাস্ট্রি 'সিনিয়র সিটিজেন' হলেন যে... একদিকে জুটিতে যশ-নুসরত। অন্যদিকে হাসিমুখে দেব... মিলেমিশে গেল সব সমীকরণ। সাক্ষী থাকল ঝলমলে আলো আর বাহারি পোশাকের চোখ ঝলসানো রূপ।
Most Read Stories