Ravindra Jadeja: ব্যথার মলম লাগানোয় বল বিকৃতির অপবাদ! ব্যাটে অজিদের জবাব জাড্ডুর

IND vs AUS: চোটের জন্য ছয়মাস মাঠের বাইরে কাটানোর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই বিপক্ষকে চোখে সর্ষেফুল দেখিয়েছেন রবীন্দ্র জাডেজা। বল হাতে অনবদ্য পারফরম্যান্সের পর ব্যাটেও কামাল স্যার জাডেজার।

| Edited By: | Updated on: Feb 10, 2023 | 9:13 PM
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেছেন জাডেজা। ১৭০ বলে ৬৬ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিনের শেষে অপরাজিত রয়েছেন জাড্ডু। (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেছেন জাডেজা। ১৭০ বলে ৬৬ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিনের শেষে অপরাজিত রয়েছেন জাড্ডু। (ছবি:টুইটার)

1 / 9
ঘরের মাঠে অজিদের নাস্তানাবুদ করার নেশা চেপেছে জাডেজার।  তৃতীয় দিনে অর্ধশতরানকে শতরানেও পরিণত করে ফেলতে পারেন। অনুরাগীদের তেমনই আশা। (ছবি:টুইটার)

ঘরের মাঠে অজিদের নাস্তানাবুদ করার নেশা চেপেছে জাডেজার। তৃতীয় দিনে অর্ধশতরানকে শতরানেও পরিণত করে ফেলতে পারেন। অনুরাগীদের তেমনই আশা। (ছবি:টুইটার)

2 / 9
বড় মানের খেলোয়াড়রা কামব্যাকের গল্পটা ভালোই লিখতে পারেন। জাডেজার কাছে এর থেকে ভালো কামব্যাক আর কী হতে পারে? অষ্টম উইকেটে জাডেজা ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দিনের শেষে ভারতের লিড ১৪৪ রানের। (ছবি: টুইটার)

বড় মানের খেলোয়াড়রা কামব্যাকের গল্পটা ভালোই লিখতে পারেন। জাডেজার কাছে এর থেকে ভালো কামব্যাক আর কী হতে পারে? অষ্টম উইকেটে জাডেজা ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দিনের শেষে ভারতের লিড ১৪৪ রানের। (ছবি: টুইটার)

3 / 9
জাডেজা যখন ক্রিজে নেমেছিলেন, ভারতের অবস্থা তখন সঙ্গীন। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া তারকা ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর অর্ধশতরানের ইনিংস মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। চেনা ভঙ্গিতে সোর্ড সেলিব্রেশন করে নাগপুরের প্যাভিলিয়ন মাতিয়ে দিলেন।(ছবি:টুইটার)

জাডেজা যখন ক্রিজে নেমেছিলেন, ভারতের অবস্থা তখন সঙ্গীন। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া তারকা ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর অর্ধশতরানের ইনিংস মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। চেনা ভঙ্গিতে সোর্ড সেলিব্রেশন করে নাগপুরের প্যাভিলিয়ন মাতিয়ে দিলেন।(ছবি:টুইটার)

4 / 9
অথচ এই জাডেজার মনোবল ভেঙে দেওয়ার প্রবল প্রচেষ্টা চালিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। সৌরাষ্ট্রের অলরাউন্ডারের দিকে বল বিকৃতির অপবাদ দেওয়ার চেষ্টা চলেছে দিনভর। বল করার সময় আঙুলে ব্যথার মলম লাগিয়েছেন জাডেজা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ম্যাচের সেই অংশের ফুটেজে লাল মার্ক করে ঘুরিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ হানে। (ছবি:টুইটার)

অথচ এই জাডেজার মনোবল ভেঙে দেওয়ার প্রবল প্রচেষ্টা চালিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। সৌরাষ্ট্রের অলরাউন্ডারের দিকে বল বিকৃতির অপবাদ দেওয়ার চেষ্টা চলেছে দিনভর। বল করার সময় আঙুলে ব্যথার মলম লাগিয়েছেন জাডেজা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ম্যাচের সেই অংশের ফুটেজে লাল মার্ক করে ঘুরিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ হানে। (ছবি:টুইটার)

5 / 9
পরে বিসিসিআইয়ের তরফের জানানো হয়, আঙুলে ব্যথা উপশমের মলম লাগিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এর মধ্যে অন্য কিছু নেই। আর স্যার জাড্ডু জবাব দিলেন ব্যাটে। (ছবি:টুইটার)

পরে বিসিসিআইয়ের তরফের জানানো হয়, আঙুলে ব্যথা উপশমের মলম লাগিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এর মধ্যে অন্য কিছু নেই। আর স্যার জাড্ডু জবাব দিলেন ব্যাটে। (ছবি:টুইটার)

6 / 9
এই নিয়ে এক ম্যাচে ষষ্ঠবার পাঁচ উইকেট ও অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি। এই তালিকায় সামিল অশ্বিনও। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবেরও এই রেকর্ড রয়েছে। (ছবি:টুইটার)

এই নিয়ে এক ম্যাচে ষষ্ঠবার পাঁচ উইকেট ও অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি। এই তালিকায় সামিল অশ্বিনও। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবেরও এই রেকর্ড রয়েছে। (ছবি:টুইটার)

7 / 9
৩৪ বছরের অলরাউন্ডার গতবছর এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে অনবদ্য পারফরম্যান্সে ফেরার বার্তা দেন। প্রত্যাশামতোই অস্ট্রেলিয়াকেও নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি।(ছবি: টুইটার)

৩৪ বছরের অলরাউন্ডার গতবছর এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে অনবদ্য পারফরম্যান্সে ফেরার বার্তা দেন। প্রত্যাশামতোই অস্ট্রেলিয়াকেও নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি।(ছবি: টুইটার)

8 / 9
নাগপুর টেস্টে এইমুহূর্তে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরির পর নাগপুরের পিচে জাডেজাও সেঞ্চুরি হাঁকাতে পারলে  অজি মিডিয়ায় মুখ বন্ধ হবে অনায়াসে।(ছবি:টুইটার)

নাগপুর টেস্টে এইমুহূর্তে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরির পর নাগপুরের পিচে জাডেজাও সেঞ্চুরি হাঁকাতে পারলে অজি মিডিয়ায় মুখ বন্ধ হবে অনায়াসে।(ছবি:টুইটার)

9 / 9
Follow Us: