Virat Kohli: অভিনব ট্রেনিং সেশনে বিরাট কোহলি, দেখুন ছবিতে

IPL 2022: এ বারের আইপিএলে (IPL 2022) আর বিরাট কোহলি (Virat Kohli) আরসিবির (RCB) অধিনায়ক নন। খেলছেন সাধারণ ব্যাটার হিসেবে। তাই চাপমুক্ত বিরাটকে ফুরফুরে মেজাজে ২২ গজে দেখা যাচ্ছে। এখনও অবধি আইপিএল-১৫-র তিন ম্যাচে কোহলির প্রাপ্তি মোট ৫৮ রান। কিন্তু কসরতে কোনও খামতি রাখছেন না ভিকে। শনিবার, ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা রয়েছে আরসিবির। সেই ম্যাচের আগে নিজের ফিটনেস বজায় রাখার জন্য স্পেশ্যাল ট্রেনিং সেশনে ঘাম ঝরালেন বিরাট।

| Edited By: | Updated on: Apr 08, 2022 | 10:00 AM
শনিবার, ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা রয়েছে আরসিবির। সেই ম্যাচের আগে নিজের ফিটনেস বজায় রাখার জন্য স্পেশ্যাল ট্রেনিং সেশনে ঘাম ঝরালেন বিরাট। (ছবি - বিরাট কোহলি টুইটার)

শনিবার, ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা রয়েছে আরসিবির। সেই ম্যাচের আগে নিজের ফিটনেস বজায় রাখার জন্য স্পেশ্যাল ট্রেনিং সেশনে ঘাম ঝরালেন বিরাট। (ছবি - বিরাট কোহলি টুইটার)

1 / 4
বিরাট যে নিজের ফিটনেস নিয়ে কতটা পাগল, তা সকলেরই জানা। (ছবি - বিরাট কোহলি টুইটার)

বিরাট যে নিজের ফিটনেস নিয়ে কতটা পাগল, তা সকলেরই জানা। (ছবি - বিরাট কোহলি টুইটার)

2 / 4
কোহলি নিজে যেমন চূড়ান্ত ফিট, তেমনই অন্য ক্রিকেটারদেরও তিনি ফিট থাকার উপায় বলে দেন। (ছবি - বিরাট কোহলি টুইটার)

কোহলি নিজে যেমন চূড়ান্ত ফিট, তেমনই অন্য ক্রিকেটারদেরও তিনি ফিট থাকার উপায় বলে দেন। (ছবি - বিরাট কোহলি টুইটার)

3 / 4
এ বারের লিগে এখনও ছন্দে নেই বিরাট।

এ বারের লিগে এখনও ছন্দে নেই বিরাট।

4 / 4
Follow Us: