১) গোয়ার সৌন্দর্য: গোয়া যেতে হলে কোনও সময়ই ভুল নয়। প্রতিটা ঋতুতেই গোয়া পর্যটকদের ভিড় থাকে, বাতাসে রোম্যান্স থাকে। তবে শীতের গোয়ায় আলাদা এক সৌন্দর্য থাকে। এই সময় বিচে ভ্রমণ করার সেরা সময়।
২) শেষ বর্ষার আমেজ: শীতকালে গোয়ায় সামান্য পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। যার ফলে গোয়া হয়ে ওঠে আরো রোম্যান্টিক। যে শান্ত পরিবেশ থাকে, তা এই বৃষ্টিই আনে।
৩) বিচে বসে একান্ত হওয়ার সময়: গোয়ায় বিভিন্ন বয়সের, বিভিন্ন ধরনের গ্রুপের মানুষ যায়, তাঁদের সবার জন্য সঠিক সময় এটি। গোয়ায় বেশির ভাগ সুন্দর মুহূর্তের সাক্ষী এই শীতকালই।
৪) বাইকের জন্য সেরা সময়: শীতকালে বাইক বা স্কুটার নিয়ে বন্ধুদের দলবল নিয়ে সোজা রোড-ট্রিপ করে ফেলুন একটা। প্যান্ডেমিকের পর মন ভাল করতে এর থেকে ভাল উপায় আর হয় না।