কেজিএফ ২: দক্ষিণীস্টার যশ অভিনীত ছবি ক্জিএফ ২ ওটিটিতে বিক্রি হয়েছিল বিস্তর দামে। মোট ৩২০ কোটি টাকায় তা কিনেছিল আমাজন প্রাইম। বক্স অফিসেও ঝড় তোলে এই ছবি।
জওয়ান: শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই ছবির মোট দাম পড়ে ২০০ কোটি টাকা। আগাম বিক্রি হয় কিং খানের এই ছবি। ছবি মুক্তি পাবে আগামী বছর। তার আগে পাঠান অপেক্ষায়।
ভুজ- অজয় দেবগণ অভিনীত এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। যার মোট মূল্য স্থির করা হয়েছিল ১১০ কোটি টাকা। যদিও ছবি খুব একটা সাফল্যের মুখ দেখিনি। অজয় দেবগণের পাশাপাশি ছবিতে ছিলেন সঞ্জয় দত্তও। ভুজ- অজয় দেবগণ অভিনীত এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। যার মোট মূল্য স্থির করা হয়েছিল ১১০ কোটি টাকা। যদিও ছবি খুব একটা সাফল্যের মুখ দেখিনি। অজয় দেবগণের পাশাপাশি ছবিতে ছিলেন সঞ্জয় দত্তও।
ডার্লিংস- আলিয়া ভাট ও শেফালি অভিনীত এই ছবি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। মোট ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে ডার্লিংস। যদিও ছবিতে আলিয়া ভাটের অভিনয় ভীষণভাবে জনপ্রিয় হয়।