Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishi-Neetu: চুমু খেতেই পারেন না ঋষি! লজ্জায় মাথা হেঁট হয়েছিল নিতু কাপুরের

Rishi-Neetu: নিতুই একদা রেগে গিয়েছিলেন ঋষি কাপুরের উপর। ঠিক মতো নাকি চুমুই খেতে পারেন না ঋষি। লজ্জায় মাথা হেঁট হয়েছিল তাঁর।

| Edited By: | Updated on: Jul 08, 2022 | 8:34 PM
বিয়ে হয়েছিল অনেক ছোটবেলায়। নিতু কাপুরের বয়স তখন মাত্র ২২। ঋষির সঙ্গে তাঁর সম্পর্ক যেন রাজযোটক। এ হেন নিতুই একদা রেগে গিয়েছিলেন ঋষি কাপুরের উপর। ঠিক মতো নাকি চুমুই খেতে পারেন না ঋষি। লজ্জায় মাথা হেঁট হয়েছিল তাঁর।

বিয়ে হয়েছিল অনেক ছোটবেলায়। নিতু কাপুরের বয়স তখন মাত্র ২২। ঋষির সঙ্গে তাঁর সম্পর্ক যেন রাজযোটক। এ হেন নিতুই একদা রেগে গিয়েছিলেন ঋষি কাপুরের উপর। ঠিক মতো নাকি চুমুই খেতে পারেন না ঋষি। লজ্জায় মাথা হেঁট হয়েছিল তাঁর।

1 / 6
বিয়ের পর নিতু অভিনয় ছাড়লেও চালিয়ে গিয়েছিলেন ঋষি। সে সময় ঋষি ও ডিম্পল কাপাডিয়ার জুটি ছিল বেশ বিখ্যাত। 'সাগর' নামে এক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু ছবিটি নিয়ে বেশ চিন্তায় ছিলেন ঋষি।

বিয়ের পর নিতু অভিনয় ছাড়লেও চালিয়ে গিয়েছিলেন ঋষি। সে সময় ঋষি ও ডিম্পল কাপাডিয়ার জুটি ছিল বেশ বিখ্যাত। 'সাগর' নামে এক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু ছবিটি নিয়ে বেশ চিন্তায় ছিলেন ঋষি।

2 / 6
চিন্তার কারণ ছবিতে ডিম্পলের সঙ্গে তাঁর বেশ কিছু চুম্বনের দৃশ্য ছিল। ঋষি ভয় পেয়েছিলেন পরস্ত্রীকে চুমু খাচ্ছেন দেখে নিতু যদি রাগ করেন তখন কী হবে? অবশেষে ছবি মুক্তি পেল। স্ক্রিনিং শেষ হওয়ার পর গাড়িতে উঠে ঋষির সঙ্গে কথা বলাই কার্যত বন্ধ করে দেন নিতু।

চিন্তার কারণ ছবিতে ডিম্পলের সঙ্গে তাঁর বেশ কিছু চুম্বনের দৃশ্য ছিল। ঋষি ভয় পেয়েছিলেন পরস্ত্রীকে চুমু খাচ্ছেন দেখে নিতু যদি রাগ করেন তখন কী হবে? অবশেষে ছবি মুক্তি পেল। স্ক্রিনিং শেষ হওয়ার পর গাড়িতে উঠে ঋষির সঙ্গে কথা বলাই কার্যত বন্ধ করে দেন নিতু।

3 / 6
ঋষি ভেবেছিলেন আশঙ্কাই বুঝি সত্যি হয়েছে। রেগে গিয়েছেন নিতু। হ্যাঁ, নিতু রেগে গিয়েছিলেন ঠিকই তবে স্বামী অন্য মহিলাকে চুমু খেয়েছিলেন বলে মনে হয়। সবাইকে অবাক করে নিতু ঋষিকে বলেন, "তোমাকে নিয়ে লজ্জা হচ্ছে, এত খারাপ চুমু কী করে খেতে পার তুমি? আমি আশা করেছিলাম তুমি ভাল পারফর্ম করবে।"

ঋষি ভেবেছিলেন আশঙ্কাই বুঝি সত্যি হয়েছে। রেগে গিয়েছেন নিতু। হ্যাঁ, নিতু রেগে গিয়েছিলেন ঠিকই তবে স্বামী অন্য মহিলাকে চুমু খেয়েছিলেন বলে মনে হয়। সবাইকে অবাক করে নিতু ঋষিকে বলেন, "তোমাকে নিয়ে লজ্জা হচ্ছে, এত খারাপ চুমু কী করে খেতে পার তুমি? আমি আশা করেছিলাম তুমি ভাল পারফর্ম করবে।"

4 / 6
এমনটাই ছিল তাঁদের সম্পর্ক। এতটাই সহজ-সরল-বন্ধুত্বপূর্ণ। অন্য অভিনেত্রীকে ভাল লাগলেও তাঁর স্ত্রীকেই জানাতেন ঋষি। কারণ নিতু তো শুধু তাঁর স্ত্রী ছিলেন না, ছিলেন খুব কাছের বন্ধুও।

এমনটাই ছিল তাঁদের সম্পর্ক। এতটাই সহজ-সরল-বন্ধুত্বপূর্ণ। অন্য অভিনেত্রীকে ভাল লাগলেও তাঁর স্ত্রীকেই জানাতেন ঋষি। কারণ নিতু তো শুধু তাঁর স্ত্রী ছিলেন না, ছিলেন খুব কাছের বন্ধুও।

5 / 6
পরবর্তীতে নিতু জানিয়েছেন রোজ সন্ধেতে হুইস্কি খেতেন তাঁরা। আর সেখানেই মনের ঝাঁপি মেলে ধরতেন দুজনেই। সেই খোলা ঝাঁপিতে থাকত না কোনও চটুলতা, কোনও তিক্ততা।

পরবর্তীতে নিতু জানিয়েছেন রোজ সন্ধেতে হুইস্কি খেতেন তাঁরা। আর সেখানেই মনের ঝাঁপি মেলে ধরতেন দুজনেই। সেই খোলা ঝাঁপিতে থাকত না কোনও চটুলতা, কোনও তিক্ততা।

6 / 6
Follow Us: