Super Meteor 650: আর মাত্র 2 দিন, তারপরেই ভারতের বাজারে Super Meteor 650 ক্রুজার বাইক আনছে Royal Enfield

Royal Enfield Latest Bike: 2022-এর ইতালির মিলানে বাইক শো-তে লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। এবার বাইকটি লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা। চলতি বছরের 16 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে বাইকটি।

| Edited By: | Updated on: Jan 14, 2023 | 11:31 AM
2022-এর ইতালির মিলানে বাইক শো-তে লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। এবার বাইকটি লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা। চলতি বছরের 16 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে বাইকটি। লঞ্চের দিনই Royal Enfield Super Meteor 650-এর দাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

2022-এর ইতালির মিলানে বাইক শো-তে লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। এবার বাইকটি লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা। চলতি বছরের 16 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে বাইকটি। লঞ্চের দিনই Royal Enfield Super Meteor 650-এর দাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

1 / 6
Royal Enfield Super Meteor 650 হার্ডওয়্যার ও ফিচার: Royal Enfield Super Meteor 650 ক্রুজারে 43 মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও মনোশক অ্যাবজর্ভার অফার করা হচ্ছে। ব্রেকিংয়ের জন্য় ক্রুজার মোটরসাইকেলটিতে উভয় চাকায় ডুয়েল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক রয়েছে। ফিচারের মধ্যে বাইকটিতে একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন সহ আরও অন্যান্য ফিচার বর্তমান।

Royal Enfield Super Meteor 650 হার্ডওয়্যার ও ফিচার: Royal Enfield Super Meteor 650 ক্রুজারে 43 মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও মনোশক অ্যাবজর্ভার অফার করা হচ্ছে। ব্রেকিংয়ের জন্য় ক্রুজার মোটরসাইকেলটিতে উভয় চাকায় ডুয়েল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক রয়েছে। ফিচারের মধ্যে বাইকটিতে একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন সহ আরও অন্যান্য ফিচার বর্তমান।

2 / 6
Royal Enfield Super Meteor 650 ইঞ্জিন এবং গিয়ারবক্স: চালককে বাধাহীন যাত্রার অভিজ্ঞতা দিতে Super Meteor 650-তে দেওয়া হয়েছে একটি 648 সিসি প্যারালাল টুইন, এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 47 বিএইচপি শক্তি এবং 52 এনএম টর্ক উৎপন্ন হবে। এতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স।

Royal Enfield Super Meteor 650 ইঞ্জিন এবং গিয়ারবক্স: চালককে বাধাহীন যাত্রার অভিজ্ঞতা দিতে Super Meteor 650-তে দেওয়া হয়েছে একটি 648 সিসি প্যারালাল টুইন, এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 47 বিএইচপি শক্তি এবং 52 এনএম টর্ক উৎপন্ন হবে। এতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স।

3 / 6
স্টাইলিং এর দিক থেকে Super Meteor 65 অত্যন্ত আকর্ষণীয়। এর ডিজাইন অনেকটা ক্রজার বাইক Meteor 350 এর মতো। সংস্থা Super Meteor 65-এর জন্য নানা অ্যাক্সেসরি প্যাক এবং কালার অপশন অফার করবে। বাইকটি ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এই তিনটি রং উপলব্ধ। এছাড়া ইন্টারস্টিলার গ্রে এবং ইন্টারস্টিলার গ্রিন এই দুটি রংয়ের অপশনও মিলবে।

স্টাইলিং এর দিক থেকে Super Meteor 65 অত্যন্ত আকর্ষণীয়। এর ডিজাইন অনেকটা ক্রজার বাইক Meteor 350 এর মতো। সংস্থা Super Meteor 65-এর জন্য নানা অ্যাক্সেসরি প্যাক এবং কালার অপশন অফার করবে। বাইকটি ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এই তিনটি রং উপলব্ধ। এছাড়া ইন্টারস্টিলার গ্রে এবং ইন্টারস্টিলার গ্রিন এই দুটি রংয়ের অপশনও মিলবে।

4 / 6
Royal Enfield Super Meteor 650 সম্ভাব্য দাম: Royal Enfield Super Meteor 650-এর দাম 3.50 লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লঞ্চের পর এটি সংস্থার ফ্ল্যাগশিপ বাইকের জায়গা দখল করবে। অর্থাৎ এটিই তাদের সবচেয়ে দামী মডেল হতে চলেছে।

Royal Enfield Super Meteor 650 সম্ভাব্য দাম: Royal Enfield Super Meteor 650-এর দাম 3.50 লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লঞ্চের পর এটি সংস্থার ফ্ল্যাগশিপ বাইকের জায়গা দখল করবে। অর্থাৎ এটিই তাদের সবচেয়ে দামী মডেল হতে চলেছে।

5 / 6
Interceptor 650 ও Continental 650-এ ব্যবহার করা টিউবুলার ফ্রেমই এই মডেলটিতে উপস্থিত রয়েছে। রয়্যাল এনফিল্ডের এই ফ্লাগশিপ বাইকে রয়েছে এলইডি হেডলাইট, টেললাইট, ইউএসবি চার্জিং পোর্ট সহ নেভিগেশন পড ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। Super Meteor 65 ক্রজারে সাসপেনশনের জন্য সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 43 MM USD টেলিস্কোপিক ফর্ক। পিছনের চাকায় রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল স্প্রিং সাসপেনশন।

Interceptor 650 ও Continental 650-এ ব্যবহার করা টিউবুলার ফ্রেমই এই মডেলটিতে উপস্থিত রয়েছে। রয়্যাল এনফিল্ডের এই ফ্লাগশিপ বাইকে রয়েছে এলইডি হেডলাইট, টেললাইট, ইউএসবি চার্জিং পোর্ট সহ নেভিগেশন পড ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। Super Meteor 65 ক্রজারে সাসপেনশনের জন্য সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 43 MM USD টেলিস্কোপিক ফর্ক। পিছনের চাকায় রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল স্প্রিং সাসপেনশন।

6 / 6
Follow Us: