Hair Care Tips: শীতকালে চুলের যত্ন নেওয়ার জন্য তেল মাখা অত্যন্ত জরুরি, কেন? সবিস্তারে জেনে নিন…

তেল ছাড়া চুলের যত্ন শীতকালে ভাবাই যায় না। আপনার চুলের জন্য মানানসই এরকম গুণসম্পন্ন কোনও তেল মাখুন। কিন্তু পরিমিত পরিমাণে। অতিরিক্ত তেল চুলের ক্ষতি করতে পারে...

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 10:19 AM
তেলের সঙ্গে সরাসরি চুলের বৃদ্ধির প্রত্যক্ষ সম্পর্ক নেই। কিন্তু রূপ বিশেষজ্ঞরা বলেন, চুলে ঠিকমতো তেল দিলে রুক্ষতা ঠেকিয়ে রাখা যায়।

তেলের সঙ্গে সরাসরি চুলের বৃদ্ধির প্রত্যক্ষ সম্পর্ক নেই। কিন্তু রূপ বিশেষজ্ঞরা বলেন, চুলে ঠিকমতো তেল দিলে রুক্ষতা ঠেকিয়ে রাখা যায়।

1 / 6
তেল মাখার ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। চুলের গোড়ায় কিউটিকল মজবুত হওয়ার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা রোধ হয়।

তেল মাখার ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। চুলের গোড়ায় কিউটিকল মজবুত হওয়ার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা রোধ হয়।

2 / 6
তবে তেল মাখলেই হবে না। চুলে তেল মাখতে হবে নিয়ম মেনে। চুলের গোড়ায় খুব কঠোর হাতে তেল ঘষবেন না।

তবে তেল মাখলেই হবে না। চুলে তেল মাখতে হবে নিয়ম মেনে। চুলের গোড়ায় খুব কঠোর হাতে তেল ঘষবেন না।

3 / 6
অনেকে রাতে তেল ম্যাসাজ করে ঘুমোতে যান। সকালে শ্যাম্পু করেন। কিন্তু বেশিরভাগ রূপ বিশেষজ্ঞ এই নিয়ম মানতে নিষেধ করেন।

অনেকে রাতে তেল ম্যাসাজ করে ঘুমোতে যান। সকালে শ্যাম্পু করেন। কিন্তু বেশিরভাগ রূপ বিশেষজ্ঞ এই নিয়ম মানতে নিষেধ করেন।

4 / 6
তাঁদের বক্তব্য, স্ক্যাল্পে বেশি ক্ষণ তেল রাখলে চুলের গোড়ায় ময়লা জমে তা আলগা হয়ে যেতে পারে। ফলে চুল পড়ে যাওয়ার ভয় থাকে।

তাঁদের বক্তব্য, স্ক্যাল্পে বেশি ক্ষণ তেল রাখলে চুলের গোড়ায় ময়লা জমে তা আলগা হয়ে যেতে পারে। ফলে চুল পড়ে যাওয়ার ভয় থাকে।

5 / 6
যাঁদের স্ক্যাল্প এমনিতেই তৈলাক্ত, তাঁদের বেশি তেল না মাখলেও চলবে। তাছাড়া স্ক্যাল্পে বেশি ক্ষণ তেল রাখলে নোংরা জমে থাকার প্রবণতাও দেখা দেয়।

যাঁদের স্ক্যাল্প এমনিতেই তৈলাক্ত, তাঁদের বেশি তেল না মাখলেও চলবে। তাছাড়া স্ক্যাল্পে বেশি ক্ষণ তেল রাখলে নোংরা জমে থাকার প্রবণতাও দেখা দেয়।

6 / 6
Follow Us: