SA20 League: সল্টের ইনিংসে জিতল ক্যাপিটালস, আইপিএলে এমন ফর্ম দেখা যাবে তো!

Pretoria Capitals: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপিটালসের হয়ে এখনও নামা বাকি। আইপিএলের মিনি অকশনে দিল্লি ক্য়াপিটালস তাঁকে কিনেছে ২ কোটিতে। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ক্যাপিটালসের হয়ে নজর কাড়লেন ফিল সল্ট। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস। বোলারদের অনবদ্য পারফরম্যান্সে ২৩ রানে জিতল প্রিটোরিয়া ক্যাপিটালস।

| Edited By: | Updated on: Jan 13, 2023 | 7:00 AM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপিটালসের হয়ে এখনও নামা বাকি। কিছুদিন আগেই আইপিএলের মিনি অকশনে দিল্লি ক্য়াপিটালস তাঁকে কিনেছে ২ কোটি টাকায়। ইংল্য়ান্ডের উইকেটরক্ষক ব্যাটার ছাপ রাখলেন এসএ২০ লিগে। (ছবি : টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপিটালসের হয়ে এখনও নামা বাকি। কিছুদিন আগেই আইপিএলের মিনি অকশনে দিল্লি ক্য়াপিটালস তাঁকে কিনেছে ২ কোটি টাকায়। ইংল্য়ান্ডের উইকেটরক্ষক ব্যাটার ছাপ রাখলেন এসএ২০ লিগে। (ছবি : টুইটার)

1 / 8
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ক্যাপিটালসের হয়ে নজর কাড়লেন ফিল সল্ট। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস। বোলারদের অনবদ্য পারফরম্য়ান্সে ২৩ রানে জিতল প্রিটোরিয়া ক্য়াপিটালস। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ক্যাপিটালসের হয়ে নজর কাড়লেন ফিল সল্ট। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস। বোলারদের অনবদ্য পারফরম্য়ান্সে ২৩ রানে জিতল প্রিটোরিয়া ক্য়াপিটালস। (ছবি : টুইটার)

2 / 8
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স ইস্টার্ন কেপ অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতে তাঁর সিদ্ধান্তই সঠিক মনে হয়। (ছবি : টুইটার)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স ইস্টার্ন কেপ অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতে তাঁর সিদ্ধান্তই সঠিক মনে হয়। (ছবি : টুইটার)

3 / 8
প্রথম ওভারেই উইল জ্যাকস এবং রাইলি রোসোর উইকেট হারায় প্রিটোরিয়া ক্যাপিটালস। উইকেট দুটি নেন মার্কো জানসেন এবং মাগালা। (ছবি : টুইটার)

প্রথম ওভারেই উইল জ্যাকস এবং রাইলি রোসোর উইকেট হারায় প্রিটোরিয়া ক্যাপিটালস। উইকেট দুটি নেন মার্কো জানসেন এবং মাগালা। (ছবি : টুইটার)

4 / 8
ফিল সল্টের ৪৭ বলে ৭৭ রানের ইনিংস ভরসা দেয় প্রিটোরিয়া ক্যাপিটালসকে। উল্টোদিক থেকে উইকেট পড়লেও তাঁকে আটকাতে পারেনি প্রতিপক্ষ। শেষ দিকে জেমস নিশাম ২৮ বলে ৩৭ এবং ওয়েন পার্নেল ৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। (ছবি : টুইটার)

ফিল সল্টের ৪৭ বলে ৭৭ রানের ইনিংস ভরসা দেয় প্রিটোরিয়া ক্যাপিটালসকে। উল্টোদিক থেকে উইকেট পড়লেও তাঁকে আটকাতে পারেনি প্রতিপক্ষ। শেষ দিকে জেমস নিশাম ২৮ বলে ৩৭ এবং ওয়েন পার্নেল ৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। (ছবি : টুইটার)

5 / 8
সানরাইজার্স ইস্টার্ন কেপের সামনে লক্ষ্য ছিল ১৯৪ রান। তাদের শুরুটা একে বারেই ভালো হয়নি। মাত্র ৩৪ রানে তিন উইকেট হারায় সানরাইজার্স। (ছবি : টুইটার)

সানরাইজার্স ইস্টার্ন কেপের সামনে লক্ষ্য ছিল ১৯৪ রান। তাদের শুরুটা একে বারেই ভালো হয়নি। মাত্র ৩৪ রানে তিন উইকেট হারায় সানরাইজার্স। (ছবি : টুইটার)

6 / 8
ওপেনার জানজান স্মাটস ৫১ বলে ৬৬ রান করেন। তাঁকে আউট করে প্রিটোরিয়াকে ম্য়াচে ফেরান আদিল রশিদ। ত্রিস্তান স্টাবস ১১ বলে ২৩ রান করেন। শেষ দিকে টম আবেল ২৪ বলে ৪০ ও জেমস ফুলার ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ১৭০ রান অবধি পৌঁছতে পারে সানরাইজার্স। (ছবি : টুইটার)

ওপেনার জানজান স্মাটস ৫১ বলে ৬৬ রান করেন। তাঁকে আউট করে প্রিটোরিয়াকে ম্য়াচে ফেরান আদিল রশিদ। ত্রিস্তান স্টাবস ১১ বলে ২৩ রান করেন। শেষ দিকে টম আবেল ২৪ বলে ৪০ ও জেমস ফুলার ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ১৭০ রান অবধি পৌঁছতে পারে সানরাইজার্স। (ছবি : টুইটার)

7 / 8
ফিল সল্টের ৭৭ রান, অনরিখ নর্টজের ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে ২ উইকেট তাদের জয়ের কারিগর। ম্য়াচের সেরা পুরস্কার জেতেন প্রিটোরিয়ার ফিল সল্ট। (ছবি : টুইটার)

ফিল সল্টের ৭৭ রান, অনরিখ নর্টজের ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে ২ উইকেট তাদের জয়ের কারিগর। ম্য়াচের সেরা পুরস্কার জেতেন প্রিটোরিয়ার ফিল সল্ট। (ছবি : টুইটার)

8 / 8
Follow Us: