এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ভারতের সরিতা মোর ও সুষমা শোখিনের

Asian Wrestling Championship: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক ভারতের। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ছিলেন সরিতা মোর। তবে এ বার নিজের চেনা ছন্দে ছিলেন না সরিতা। তা সত্ত্বেও শেষ অবধি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরছেন না তিনি। ৫৯ কেজি রেসলিং বিভাগে তিনি ব্রোঞ্জ পেয়েছেন।

| Edited By: | Updated on: Apr 22, 2022 | 8:45 AM
এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সরিতা মোর (Sarita Mor)। (ছবি-টুইটার)

এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সরিতা মোর (Sarita Mor)। (ছবি-টুইটার)

1 / 4
ভারতের সরিতা ব্রোঞ্জ পদক ম্য়াচে হারিয়েছেন কাজাখাস্তানের ডায়ানা কাইউমোভাকে। (ছবি-টুইটার)

ভারতের সরিতা ব্রোঞ্জ পদক ম্য়াচে হারিয়েছেন কাজাখাস্তানের ডায়ানা কাইউমোভাকে। (ছবি-টুইটার)

2 / 4
 সরিতা ছাড়াও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সুষমা শোখিন (Sushma Shokeen)। (ছবি-টুইটার)

সরিতা ছাড়াও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সুষমা শোখিন (Sushma Shokeen)। (ছবি-টুইটার)

3 / 4
উজবেকিস্তানের সারবিনাজ জিনবায়েভার বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে জিতেছেন সুষমা। (ছবি-টুইটার)

উজবেকিস্তানের সারবিনাজ জিনবায়েভার বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে জিতেছেন সুষমা। (ছবি-টুইটার)

4 / 4
Follow Us: