Sawan 2023: অভিশাপগ্রস্ত এই ফুল দিয়ে কখনও রুদ্রাভিষেক নয়! মহাদেবের আশীর্বাদ দূর অস্ত, ছাড়খার হতে পারে জীবন

Shiva Puja in Sawan: এই পবিত্র মাসে মহাদেবের প্রিয় জিনিস নিবেদন করেন ভক্তরা। কিন্তু শাস্ত্রে এমন কিছু উল্লেখ রয়েছে, যা ভুল করেও মহাদেবকে নিবেদন করা উচিত নয়।

| Edited By: | Updated on: Jul 12, 2023 | 2:18 PM
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক দেব-দেবীকে তুষ্ট করার জন্য তার প্রিয় জিনিস নিবেদন করা হয়। শ্রাবণ মাসে, ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক দেব-দেবীকে তুষ্ট করার জন্য তার প্রিয় জিনিস নিবেদন করা হয়। শ্রাবণ মাসে, ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়।

1 / 10
শ্রাবণ মাস বলে নয়, প্রতিদিন যদি শিবপুজো করে থাকেন, তাহলে মহাদেবকে তুষ্ট করতে বেশ কিছু জিনিস এড়িয়ে যাওয়া উচিত। কারণ সেগুলি নিবেদন করলে মহেশ্বর রুদ্র রূপ ধারণ করে জীবন ছাড়খার করে দিতে পারে।

শ্রাবণ মাস বলে নয়, প্রতিদিন যদি শিবপুজো করে থাকেন, তাহলে মহাদেবকে তুষ্ট করতে বেশ কিছু জিনিস এড়িয়ে যাওয়া উচিত। কারণ সেগুলি নিবেদন করলে মহেশ্বর রুদ্র রূপ ধারণ করে জীবন ছাড়খার করে দিতে পারে।

2 / 10
শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই মাসে করা ছোট কাজও খুব তাড়াতাড়ি উপকারে কাজে লাগে। শ্রাবণ মাসে ভগবান শিব খুব দ্রুত খুশি হন।

শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই মাসে করা ছোট কাজও খুব তাড়াতাড়ি উপকারে কাজে লাগে। শ্রাবণ মাসে ভগবান শিব খুব দ্রুত খুশি হন।

3 / 10
তাই এই পবিত্র মাসে মহাদেবের প্রিয় জিনিস নিবেদন করেন ভক্তরা। কিন্তু শাস্ত্রে এমন কিছু উল্লেখ রয়েছে, যা ভুল করেও মহাদেবকে নিবেদন করা উচিত নয়।

তাই এই পবিত্র মাসে মহাদেবের প্রিয় জিনিস নিবেদন করেন ভক্তরা। কিন্তু শাস্ত্রে এমন কিছু উল্লেখ রয়েছে, যা ভুল করেও মহাদেবকে নিবেদন করা উচিত নয়।

4 / 10
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভুল করেও শিবকে এই ফুল অর্পণ করা উচিত নয়। তার মধ্যে কেতকী ফুল একবারেই এড়িয়ে চলা উচিত। কেতকী ফুল কেন শিবলিঙ্গে অর্পন করা হয় না, তা শিবপুরাণে উল্লেখ রয়েছে।  কিন্তু কেন কেতকী ফুলকে এত অপছন্দ করে মহাদেব, তা জেনে নিন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভুল করেও শিবকে এই ফুল অর্পণ করা উচিত নয়। তার মধ্যে কেতকী ফুল একবারেই এড়িয়ে চলা উচিত। কেতকী ফুল কেন শিবলিঙ্গে অর্পন করা হয় না, তা শিবপুরাণে উল্লেখ রয়েছে। কিন্তু কেন কেতকী ফুলকে এত অপছন্দ করে মহাদেব, তা জেনে নিন।

5 / 10
কিংবদন্তী অনুসারে, ব্রহ্মা ও বিষ্ণু, দুই মহান শক্তিশালী দেবতার মধ্যে কেন শ্রেষ্ঠ সেই নিয়ে একবার মহা তর্ক শুরু হয়। আর এই বিবাদের অবসান ঘটানোর জন্য উভয়েই মহাদেবের স্মরণাপন্ন হন। বিবাদ মেটাতে মহেশ্বর একটি জ্যোতির্লিঙ্গ নির্মাণ করেন। বলেন এই জ্যোতির্লিঙ্গে শুরু ও শেষ কোথায়, তা খুঁদজে বের করতে হবে ব্রহ্মা ও বিষ্ণুকে। যিনি খুঁজে পাবেন, তিনিই হবেন সেরার সেরা দেবতা।

কিংবদন্তী অনুসারে, ব্রহ্মা ও বিষ্ণু, দুই মহান শক্তিশালী দেবতার মধ্যে কেন শ্রেষ্ঠ সেই নিয়ে একবার মহা তর্ক শুরু হয়। আর এই বিবাদের অবসান ঘটানোর জন্য উভয়েই মহাদেবের স্মরণাপন্ন হন। বিবাদ মেটাতে মহেশ্বর একটি জ্যোতির্লিঙ্গ নির্মাণ করেন। বলেন এই জ্যোতির্লিঙ্গে শুরু ও শেষ কোথায়, তা খুঁদজে বের করতে হবে ব্রহ্মা ও বিষ্ণুকে। যিনি খুঁজে পাবেন, তিনিই হবেন সেরার সেরা দেবতা।

6 / 10
জ্যোতির্লিঙ্গের শুরু ও শেষ খুঁজে বের করার জন্য, ভগবান বিষ্ণু উপরে যান আর ব্রহ্মা নীচের দিকে যাত্রা করেন। ব্রহ্মা ও বিষ্ণু লক্ষ লক্ষ চেষ্টা করেও শিবলি্ঙ্গের শুরু ও শেষ কোথায়, তা খুঁজে পাননি কেউই। উভয়েই ব্য়র্থ হন।

জ্যোতির্লিঙ্গের শুরু ও শেষ খুঁজে বের করার জন্য, ভগবান বিষ্ণু উপরে যান আর ব্রহ্মা নীচের দিকে যাত্রা করেন। ব্রহ্মা ও বিষ্ণু লক্ষ লক্ষ চেষ্টা করেও শিবলি্ঙ্গের শুরু ও শেষ কোথায়, তা খুঁজে পাননি কেউই। উভয়েই ব্য়র্থ হন।

7 / 10
তবে ব্রহ্মা একবার শেষ চেষ্টা করতে গিয়ে পথে একটি কেতকী ফুল খুঁজে পান। সেই ফুল নিয়ে এসে কৌশলে শিবের সামনে শুয়ে পডেন। সেই সময় স্বীকার করেন, শিবলিঙ্গের শেষ কোথায়, তা তাঁরা উভয়েই খুঁজে পেয়েছেন।

তবে ব্রহ্মা একবার শেষ চেষ্টা করতে গিয়ে পথে একটি কেতকী ফুল খুঁজে পান। সেই ফুল নিয়ে এসে কৌশলে শিবের সামনে শুয়ে পডেন। সেই সময় স্বীকার করেন, শিবলিঙ্গের শেষ কোথায়, তা তাঁরা উভয়েই খুঁজে পেয়েছেন।

8 / 10
মহাদেব জানতেন যে ব্রহ্মদেব মিথ্যা বলছেন, আর তাতেই ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে দেনে। সেই সঙ্গে কেতকী ফুলকেও অভিশাপ দেন। শিবের পুজোয় যেন কখনও কেতকী ফুল ব্যবহার করা হয় না। সেই থেকে মহাদেবের পুজোয় কখনও কেতকী ফুল নিবেদন করা হয় না। শাস্ত্র মতে তা নিষিদ্ধ।

মহাদেব জানতেন যে ব্রহ্মদেব মিথ্যা বলছেন, আর তাতেই ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে দেনে। সেই সঙ্গে কেতকী ফুলকেও অভিশাপ দেন। শিবের পুজোয় যেন কখনও কেতকী ফুল ব্যবহার করা হয় না। সেই থেকে মহাদেবের পুজোয় কখনও কেতকী ফুল নিবেদন করা হয় না। শাস্ত্র মতে তা নিষিদ্ধ।

9 / 10
শাস্ত্র মতে, কেতকী ফুল নিবেদন করা পাপ ও অশুভ বলে গণ্য হয়। তাই ভুল করেও শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো বা রুদ্রাভিষেকের সময়, কিংবা প্রতিদিন শিবের পুজোর সময় কেতকী ফুল অর্পণ করবেন না।

শাস্ত্র মতে, কেতকী ফুল নিবেদন করা পাপ ও অশুভ বলে গণ্য হয়। তাই ভুল করেও শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো বা রুদ্রাভিষেকের সময়, কিংবা প্রতিদিন শিবের পুজোর সময় কেতকী ফুল অর্পণ করবেন না।

10 / 10
Follow Us:
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?