ISL 2021: পুজোর মধ্যেই গোয়ায় চুটিয়ে অনুশীলন লাল-হলুদের
পুজোর মধ্যেই চুটিয়ে অনুশীলনে ব্যস্ত এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গোয়াতে জোরকদমে চলছে অনুশীলন। নভেম্বরে শুরু আইএসএল (ISL)। তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবেন লাল-হলুদ ফুটবলাররা। তার আগে গোয়াতে জোরকদমে অনুশীলনে ব্যস্ত আমির দের্ভিসেভিচ (Amir Dervisevic), অ্যান্টোনিও পেরোসেভিচদের (Antonio Perosevic)।
Most Read Stories