Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Africa Cup of Nations: সালাহর মিশরকে হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপ চ্যাম্পিয়ন মানের সেনেগাল

পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে মহম্মদ সালাহর মিশরকে (Egypt) হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপ (Africa Cup of Nations) চ্যাম্পিয়ন হল সাদিও মানের সেনেগাল (Senegal)। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সাতবারের আফকনজয়ী মিশরকে সেখানেই হারায় মানেরা।

| Edited By: | Updated on: Feb 07, 2022 | 1:45 PM
মিশরের অধিনায়ক মহম্মদ সালাহ দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ফাইনালের হাইভোল্টেজ লড়াইয়ে গোলের দেখা পাননি। (ছবি-লিভারপুল টুইটার)

মিশরের অধিনায়ক মহম্মদ সালাহ দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ফাইনালের হাইভোল্টেজ লড়াইয়ে গোলের দেখা পাননি। (ছবি-লিভারপুল টুইটার)

1 / 4
ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে সাদিও মানের গোলেই চ্যাম্পিয়ন হল সেনেগাল। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে সাদিও মানের গোলেই চ্যাম্পিয়ন হল সেনেগাল। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 4
২০০২ ও ২০১৯ সালে ফাইনালে পৌঁছেও, কাপের স্বাদ পায়নি সেনেগাল। তৃতীয়বারের চেষ্টার ট্রফি ঘরে তুলল তারা। (ছবি-আফকন টুইটার)

২০০২ ও ২০১৯ সালে ফাইনালে পৌঁছেও, কাপের স্বাদ পায়নি সেনেগাল। তৃতীয়বারের চেষ্টার ট্রফি ঘরে তুলল তারা। (ছবি-আফকন টুইটার)

3 / 4
সাত বারের আফকনজয়ী মিশরকে হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপের চ্যাম্পিয়ন হল সেনেগাল। (ছবি-আফকন টুইটার)

সাত বারের আফকনজয়ী মিশরকে হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপের চ্যাম্পিয়ন হল সেনেগাল। (ছবি-আফকন টুইটার)

4 / 4
Follow Us: