Africa Cup of Nations: সালাহর মিশরকে হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপ চ্যাম্পিয়ন মানের সেনেগাল
পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে মহম্মদ সালাহর মিশরকে (Egypt) হারিয়ে প্রথম বার আফ্রিকা নেশন্স কাপ (Africa Cup of Nations) চ্যাম্পিয়ন হল সাদিও মানের সেনেগাল (Senegal)। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সাতবারের আফকনজয়ী মিশরকে সেখানেই হারায় মানেরা।
Most Read Stories